৮০ থেকে ৯০% সম্ভাবনা আজ ঢাকা শহরের উপর দিয়ে বিকেল ৫ টা থেকে রাত ৮ টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার।
ভারতের পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়ে আজ ২৪ শে এপ্রিল দুপুর ১ টার পর থেকে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত সাতক্ষীরা ও যশোর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুপুর ২ টা ৩০ মিনিটের সময় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে উত্ত-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দুপুর ৩ টা থেকে ৫ টার মধ্যে ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা ১০০%।
- বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে মানিকগঞ্জ, মুন্সিগজ ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা ৯৯%।
- ঢাকা শহরের উপর দিয়ে বিকেল ৫ টা থেকে রাত ৮ টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা ৮০ থেকে ৯০%।
- নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, শহরের উপর দিয়ে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা ৮০ থেকে ৯০%।
- বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বিকেল ৫ টা থেকে রাত ৭ টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
- বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: কালবৈশাখী ঝড় শেষ হওয়ার যাওয়ার পরে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করে তার পরে ঘরের বাহিরে বের হওয়ার অনুরোধ করছি। ঝড় শেষ হওয়ার পরে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।