মোস্তফা কামাল পলাশ এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণ

মোস্তফা কামাল পলাশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করার পরে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (The United Nations Educational, Scientific and Cultural Organization) ও আন্তর্জাতিক আণবিক সংস্থা (The International Atomic Energy Agency) এর পূর্ণ বৃত্তি নিয়ে ইতালির ট্রিয়েস্তে শহরে অবস্থিত The Abdus Salam International Centre for Theoretical Physics থেকে Earth System Physics বিষয়ে ১ বছর মেয়াদী পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী (১ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রীর সমমান) অর্জন করেন। Earth System Physics ডিগ্রীর অন্তর্গত পড়ালেখার বিষয়বস্তু ছিলও ৫০% আবহাওয়া ও জলবায়ু বিষয়ক ও ৫০% ছিলও ভূমিকম্প বিষয়ে। এই ডিগ্রীতে থিসিসের উদ্দেশ্য ছিলও ব্যাপক ভাবে কৃত্রিম সেচের মাধ্যমে চাষাবাদের কারণে অন্বচলিক জলবায়ুর পরিবর্তন নির্ণয় করা। থিসিসের মূল শিরোনাম ছিলও “Climate Sensitivity of the Land-Use Change over South Asia Using the RegCM3 Modeling System।” মোস্তফা কামাল পলাশ কানাডার বিখ্যাত ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের Earth and Environmental Science বিভাগ থেকে তৃতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স থিসিসের বিষয় ছিলও বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় আবহাওয়া পূর্বাভাষ মডেল আমেরিকার The Weather Research and Forecasting (WRF) Model নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের আঞ্চলিক ব্যবহারের ত্রুটি-বিচ্যুতি ও সীমাবদ্ধতা নির্ণয় করে মডেলের বিভিন্ন প্যারামিটার গুলোর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংমিশ্রণ নির্ণয় করা। থিসিসের মূল শিরোনাম ছিলও A Comprehensive Sensitivity Analysis of the Weather Research and Forecasting (WRF) Modeling System over Southern Ontario, Canada। মোস্তফা কামাল পলাশ বর্তমানে কানাডার University of Saskatchewan এর School of Environment and Sustainability বিভাগে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন বিষয়ক পিএইচডি গবেষক হিসাবে কর্মরত রয়েছেন। 

মোস্তফা কামাল পলাশ আবহাওয়া বিজ্ঞান বিষয়ে বিশ্বের শ্রেষ্ঠতম গবেষণা প্রতিষ্ঠান আমেরিকার কলোরাডো রাজ্যের বোল্ডার শহরে অবস্থিত The National Center for Atmospheric Research থেকে আবহাওয়া পূর্বাভাস মডেল ও আবহাওয়া পূর্বাভাস বিষয়ে একাধিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেনিং হলও: Community Earth System Model (CESM) Tutorial, Advanced Study Program Summer Colloquium, Regional Climate Tutorial, GOES-R Workshop for Broadcast Meteorologists, The Artificial Intelligence for Earth System Science (AI4ESS) Summer School। এছাড়া আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা National Aeronautics and Space Administration (NASA)’s Applied Remote SEnsing Training (ARSET) প্রোগ্রামের মধ্যমে কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ব্যবহার বিষয়ে ২১ টি ট্রেনিং এ অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করেন।