বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রবাহ বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে জুন মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে (তথ্য সূত্র: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর)
আমরা হয়ত অনেকেই জানি যে মৌসুমি বায়ুপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। আজ ২০ মেয়, ২০২৩ তারিখে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গতকাল ১৯ শে মে, ২০২৩ তারিখে ২০২৩ সালের মৌসুমি বায়ু আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশে পৌঁছেছে। আজ ২০ ই মে, ২০২৩ তারিখে থেকে ঐ মৌসুমি বায়ুপ্রবাহ ভারতীয় উপমহাদেশের স্থল ভাগের উদ্দেশ্যে তার উত্তর-পশ্চিমমুখী বার্ষিক যাত্রা শুরু করেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর প্রচারিত মৌসুমি বায়ু প্রবাহের যে ঐতিহাসিক মানিচত্র প্রকাশ করেছে তাতে করে মৌসুমি বায়ু ভারতীয় উপমহাদেশের স্থল ভাগের উদ্দেশ্যে যা বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পৌঁছানোর সম্ভব্য সময় জুন মাসের ৩ থেকে ৫ তারিখ।
গতকাল ১৯ শে মে উত্তর-পশ্চিমমুখী যে যাত্রা শুরু করেছে তাকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়ে থাকে Monsoon Onset। এই মৌসুমি বায়ু জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উত্তর-পশ্চিমমুখী যাত্রা অব্যাহত রাখে ঐতিহাসিক ভাবে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে। জুলাই মাসের পথমল সপ্তাহে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আকাশ পর্যন্ত পৌছায়। এর পরে জুলাই মাসের ২য় সপ্তাহ থেকে বিপরীতমুখী (উত্তর-পূর্বমুখই) যাত্রা শুরু করে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়ে থাকে Monsoon Retreats।
ছবি কৃতজ্ঞতা: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।