আজ শনিবার (২৭ মে, ২০২৩) দেশের বেশিভাগ জেলার উপর দিয়েই দিনের বিভিন্ন সময়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ শনিবার ভোর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। প্রবাদে আছে সকালবেলা সূর্য দেখলে অনুমান করা যায় আজ দিনটি কেমন হবে। আজ সজনিবার সকাল ৭ টার সময়কার জাপানের হিমাওয়ারি ৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দেশের অনেক জেলার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের উপরও ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে।
আজ ভূ-পৃষ্ঠ থেকে প্রথম ১ কিলোমিটার উচ্চতায় বাতাস প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। ফলে বঙ্গোপসাগর থেকে জলিয়বাষ্পযুক্ত বায়ু বাংলাদেশের স্থল ভাগে প্রবাহিত হচ্ছে। পক্ষান্তরে ভূ-পৃষ্ট থেকে ৫ থেকে ১০ কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহিত হচ্ছে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে ও ১০ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহিত হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। ভূ-পৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় বায়ুপ্রবাহের এই দিকের ভিন্নতার কারণে কালবৈশাখী ঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ হিসাবে গণ্য করা হয়।
আজ ভারতের বিভিন্ন রাজ্য থেকে কালবৈশাখী ঝড় বাংলাদের বিভিন্ন বিভাগে প্রবেশ করবে বিভিন্ন দিক থেকে। বিহার রাজ্যের দিক থেকে আগত মেঘপুঞ্জ রংপুর-বিভাগের জেলাগুলোর উপর কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করবে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রজাশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ি, মাগুরা, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ও ঢাকা জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
মেঘালয় রাজ্যর পাহাড়ের উপর মেঘের সৃষ্টি হয়ে সেই ঝড় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্বদিকে অগ্রসর হয়ে পরবর্তীতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে আজ সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত। ময়মনসিংহ বিভাগের উপর জামালপুর ও শেরপুর জেলার উপর সৃষ্ট কালৈশাখি ঝড় ময়মনসিংহ, কিশোগন্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত।
আজ শনিবার ঢাকা শহরে একাধিকার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সকাল ৮ টা থেকে ১১ টার মধ্যে একবার ও দুপুর থেকে বিকেল এর মধ্যে দ্বিতীয়বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমবার রাজশাহী বিভাগের দিক থেকে আগত মেঘের কারণে ও দ্বিতীয়বার খুলনা বিভাগের দিক থেকে আগত মেঘের কারণে।
ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আর একটি কালবৈশাখী সুন্দরবন এলাকার উপর দিয়ে খুলনা বিভাগে প্রবেশ করে ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে। এই ঝড়টি বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়েও অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই কালবৈশাখী ঝড় দুপুর থেকে বিকেল এর মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, ও কুমিল্লা জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
আজ দিনে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, পার্বত্য-চট্টগ্রামের জেলাগুলো ও কক্সবাজার জেলার উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।