বৃহঃপতিবার (জুন ২২, ২০২৩) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত দেশব্যাপী বজ্রপাত-সহ বৃষ্টিপাত পূর্বাভাস।
আজ বৃহঃপতিবার (জুন ২২, ২০২৩) সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপর বজ্র-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটের সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভারতীয় সীমান্তের আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। পুরো রাত মেঘালয় রাজ্যের গারো পর্বত ও খাসি পর্বতের উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। আজ সারাদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা ও সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপর একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার রাত ১২ টার পর থেকে রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৮ টার বেজে ৪৫ মিনিটের সময়ও রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর বৃষ্টি হচ্ছিল।
——> আজ বৃহঃপতিবার খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় বেশিভাগ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবলা সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। আজ সকাল ৮ টার বেজে ৪৫ মিনিটের সময়ও সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা জেলার উপর বৃষ্টি হচ্ছে যা দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে স্হলভাগের জেলাগুলোর উপর দিয়ে ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবা দেখা যাচ্ছে।
——-> সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধয়ে বরগুনা, বাগেরহাট, খুলনা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাতিয়া ও সন্দীপ উপজেলার উপর বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
——-> আজ ময়মনসিংহ জেলার শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
——> ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর যে বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ও হবিগঞ্জ জেলার উপর তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
——> আজ বৃহঃপতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, রাজবাড়ি, জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
আজ বৃহঃপতিবারও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্ব দিকের জেলাগুলো বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, ও কোচবিহার জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বৃহঃপতিবারও দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে কোলকাতা, বর্ধমান, কৃষ্ণনগর, আসানসোল, তারাপীঠ, মালদহ ইত্যাদি জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
তিস্তা, বহ্মপুত্র ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে
গত ২৪ ঘন্টায়, বুধবার (জুন ২১, ২০২৩) সন্ধার পর থেকে বৃহঃপতিবারও (২২ শে জুন, ২০২৩) সকাল ৯ টা পর্যন্ত তীব্র বজ্রপাত ও ওভারি বৃষ্টিপাত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, কোকরা-ঝাড় জেলা, আসাম রাজ্যের বহ্মপুত্র উপত্যকা ও রংপুর বিভাগের পন্বচগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা জেলার উপরে। এই বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার নদী সহ অন্যান্য শাখা ও উপশাখা নদীগুলোর পূর্ণ হয়ে নদীর উপকূলবর্তী এলাকাগুলোর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে ফলে নদীগুলোর পানি বীপদ সীমার আরও উপর দিয়ে প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ২২ শে জুন, ২০২৩ তারিখে।
বিশেষ দ্রষ্টব্য:
উত্তর-পশ্চিম ভারতে অবস্থিত ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবশিষ্ট অংশ, পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা মৌসুমি বায়ু, ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচালের মিলিত প্রভাবে আজ ২২ শে জুন পর্যন্ত বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ও পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যের উপরে নিয়মিত বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।