শুক্রবার (জুন ২৩, ২০২৩) এর বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের সকল জেলায় বজ্র-সহ বৃষ্টিপাতে প্রবল সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
খুলনা বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা
বরিশাল বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা। বেশি সম্ভাবনা উপকূলীয় জেলারগুলোর উপরে।
রংপুর বিভাগ: সন্ধা ৬ টা থেকে রাত ১২ টা (সবচেয়ে বেশি সম্ভাবনা পন্বচগড়, নিলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে)
চট্রগ্রাম বিভাগ: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম,ও পারবত্যচট্রগ্রামের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগে: বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগন্জ, সুনামগন্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার আপডেট (জুন ২৩, ২০২৩)
গত ২৪ ঘন্টায় ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, কোকরাঝাড় জেলায় খুবই ভারি বৃষ্টিপাত হয়েছে। আসাম রাজ্যের গোয়ালপারা, পশ্চিম বঙ্গের কোচবিহার জেলায় স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০০% বেশি বৃষ্টিপাত হয়েছে ২২ শে জুন। পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যের বেশিভাগ স্হানের উপর ২০০ থেকে ৫০০% বেশি বৃষ্টিপাত হয়েছে। পুরো আসাম রাজ্যে ব্যাপক ভারি বৃষ্টিপাত হচ্ছে জুন মাসের ১৩ তারিখ থেকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রে তথ্য মতে নীলফামারী জেলার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট, দুধুকুমার নদীর পাটেশ্বরী নামক স্টেশন, ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া স্টেশন, অতি গাইবান্ধা জেলার ফুলছড়ি নামক স্টেশনে নদির পানি বিপদসীমের ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টা উপরোক্ত নিদীগুলোর পানির বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।