বন্যা আপডেট ও পূর্বাভাস (জুলাই ১৬, ২০২৩)
বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ (১৬ ই জুলাই, ২০২৩) তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নীলফামারী জেলার তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট ও কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পানি বন্যার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে আজ রবিবার থেকে। আজ রবিবার কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বন্যা বিপদ সীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কাল শনিবার থেকে আজ রবিবার সকাল পর্যন্ত অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়েছে পূর্বভারতীয় রাজ্যগুলোতে। ফলে সম্ভাবনা রয়েছে যে আজ রবিবার থেকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন নদীর উপকূলবর্তী এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার। তবে তিস্তা, দুধকুমার, ধরলা নদীর বন্যার পানি নিচে নেমে আসায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলার যমুনা নদীর উপকূলবর্তী এলাকাগুলোর শাখা ও উপনদীগুলোর পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে গত শনিবার থেকে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ (১৬ ই জুলাই, ২০২৩) চিত্রে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পোড়াবাড়ি নামক স্টেশনে যমুনা নদীর পানি বন্যা বিপদ সীমার মাত্র ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর বন্যার পানি আগামীকাল সোমবারের মধ্যে পদ্মানদীতে পৌঁছানোর আশংকা করা যাচ্ছে। ফলে আগামীকাল সোমবার থেকে ফরিদপুর, মাদারিপু, শরিয়তপুর জেলার পদ্মা নদীর উপকূলবর্তী এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়া শুরু যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ছবি: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত বাংলাদেশের নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ চিত্র। (জুলাই ১৬, ২০২৩)
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।