শনিবারের (জুলাই ২২, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
ময়মনসিংহ বিভাগ: আজ শনিবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপর। জামালপুর ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
রংপুর বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ও লালমনিরহাট জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঠাকুরগাঁ ও পন্বচগড় জেলার উপর দিয়ে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি থেকে মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সুনামগন্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এর পরে সকাল ১১ টার পর থেকে দুপুর ৫ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভিবাজার জেলার উপর দিয়ে বৃষ্টি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগ: আজ শনিবার (জুলাই ২২, ২০২৩) সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, বরগুনা জেলার উপরে।
চট্টগ্রাম বিভাগ: সকাল ১১ টার পর থেকে দুূর ৩ টার মধ্যে বান্দরবন ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে এবং দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বজ্রপাত সহ হালকা বৃষ্টি চট্রগ্রাম ও খাগড়াছড়ি জেলার কোন-কোন উপজেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে মায়ানমার সীমান্তবর্তী জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ শনিবার ঢাকা বিভাগের পদ্মা নদীর দুই পাশের জেলাগুলোর উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলোর উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরে ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
রাজশাহী: আজ শুক্রবার রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগন্জ, জয়পুরহাট, নওগা, রাজশাহী ও চাপাইনবাবগন্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বগুড়া ও জয়পুরহাট ও সিরাজগন্জ জেলার উপরে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
বন্যা পরিস্থিতির আপডেট:
বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ (২১ ই জুলাই, ২০২৩) তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রংপুর ও সিলেট বিভাগের বেশিভাগ নদ- নদীর বন্যার পানি ইতিমধ্যেই বিপদসীমার নিচে নেমে গেছে। বন্যার পানি বর্তমানে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে ও অনেক নদ-নদীগুলোর পানির উচ্চতা বিপদসীমার সামন্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কুচবিহার জেলা ও পূর্বভারতীয় অন্যান্য রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। ফলে আজ থেকে আবারও নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন নদীর সমতল বৃদ্ধি পাওয়া শুরু করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ছবি: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত বাংলাদেশের নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ চিত্র। (জুলাই ২১, ২০২৩)
ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:
আজ শনিবার ঢাকা শহরের উপর বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। একই ভাবে ঢাকা শহরের আশপাশের জেলাগুলোতে বিশেষ করে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:
আজ শনিবার আবারও পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাগুলোর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশিভাগ জেলার উপর বিশেষ করে মেদনিপুর, কোলকাতা, কৃষ্ণনগর, আসানসোল, তারাপীঠ ইত্যাদি সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় প্রাপ্ত মেঘের চিত্র। বাংলাদেশ ও ভারত পশ্চিমবঙ্গের অনেক জেলার উপরে মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিত দেখা যাচ্ছে যে কারণে অনেক জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।