বুধবারের (আগস্ট ২, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ বুধবার আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত বৃষ্টিপাত পূর্বাভাস, সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশে মেঘের উপস্থিতির পরিমাণ ও বাংলাদেশ বিমানবাহিনীর রাডার হতে প্রাপ্ত মেঘে অবস্থিত বৃষ্টির পরিমাণের চিত্র ও ভারতী আবহাওয়া অধিদপ্তরের রাডার হতে প্রাপ্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় বায়ু প্রবাহের গতিবেগ ও বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে আজ সকাল ৯ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য আবহাওয়ার নিম্নরূপ অবস্থা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে:
চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সকল জেলা, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবাল সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবাল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ সারাদিন বাংলাদেশের উপকূলীয় এলাকার সমুদ্র উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর সমুদ্র খুবই উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বুধবার প্রায় সারাদিন চট্টগ্রাম, কক্সবাজার, ও পার্বত্য চট্টগ্রামের সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ একাধিকবার বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলা ও ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিণের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বুধবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
খুলনা বিভাগ: গভীর নিম্নচাপের প্রভাবে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্য উপকূলীয় এলাকার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপর ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: গভীর নিম্নচাপের প্রভাবে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টা দিনের বিভিন্ন সমেয়ে ঢাকা বিভাগের সকল জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজবাড়ি, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, গোপালগঞ্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার ঢাকা শহরের উপর দিয়ে দুই থেকে ৩ বার বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ও দ্বিতীয়বার বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তৃতীয়বার রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ বুধবার দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর।
ময়মনসিংহ বিভাগ: আজ বুধবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা ও দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে জামালপুর ও শেরপুর জেলার উপরে দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর জেলার উপরে।
রাজশাহী বিভাগ: আজ বুধবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর ভিন্ন-ভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে বৃষ্টি সম্ভাবনা বেশি।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:
গভীর নিম্নচাপের কেন্দ্র আজ বুধবার সকাল ৯ টার সময় পশ্চিমবঙ্গের মেদনি-পুর জেলার উপরে অবস্থান করছিলো। এই গভীর নিম্নচাপের অভ্যন্তরীণ গভীর মেঘের বৃত্ত মেদনি-পুর, পুরুলিয়া, বান্কুরা, ঝাড়গ্রাম জেলার উপরে অবস্থান করছে যার কারণে আজ সারাদিন পশ্চিমবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি সেই সাথে আজ সারাদিন বেশিভাগ স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের সকল জেলার উপরে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে মালদহ, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ছবি: ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের উপর গভীর নিম্নচাপের অবস্থান। গভীর নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমারের আরাকান পর্বত, ভারতের ত্রিপুরা, মনিপুর, আসাম ও মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হয়ে আকাশে হালকা মেঘের সৃষ্টি করতেছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।