বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের প্রভাবে ২ থেকে ৭ ই অক্টোবর ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের প্রভাবে ২ থেকে ৭ ই অক্টোবর ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করতেছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল। ২০২৩ সালের বর্ষা মৌসুমে একনাগাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে ২ থেকে ৭ ই অক্টোবর। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচ বিহার, আলিপুর দুয়ার জেলা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে প্রবল সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সকল নদ-নদীতে আবারও একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার।
——-> কৃষক ভাইদের শীতকালীন শাক-সবজির বীজ ৭ ই অক্টোবরের পরে বপন করার আহবান জানাবো
——–>সেন্টমার্টি দ্বীপে ভ্রমণ পরিকল্পনা না করার জন্য পরামর্শ অক্টোবর মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত
——–>সমুদ্রে মাছ ধরা জেলেদের অক্টোবর মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার আহবান জানাবো।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান
ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।