বৃহঃপতিবারের (নভেম্বর ৩০, ২০২৩) বৃষ্টিপাত, কুয়াশা পূর্বাভাস এবং সম্ভব্য ঘূর্ণিঝড় আপডেট ১০
আপডেট ১০, নভেম্বর ৩০, ২০২৩
আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তা গত ২৪ ঘন্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ৩০ শে নভেম্বর দুপুর ২ টার সময় আন্দামান ও নিকবার দ্বীপের পোর্ট ব্লেয়ার বন্দরের ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছিল। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সুস্পষ্ট লঘুচাপটি আজ সকাল থেকেই সংগঠিত হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রে আজ বৃহঃপতিবার দুপুর ৩ টার সময় ১০ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছিল।
লঘুচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে তার আশ-পাশে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ বিরাজ করতেছে। ঐ স্থানে সমুদ্রের পানির তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস, উল্লম্ব বায়ুশিয়ার এর মান ৫ থেকে ১৫ নটিকাল মাইল বিরাজ করতেছে।
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে লঘুচাপটি ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি গত আজ বৃহঃপতিবার সকাল থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ও আগামী ২৪ ঘন্টা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পৌঁছানোর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
গত ৪৮ ঘন্টায় সাব-ট্রপিকাল জেটস্ট্রিমের শক্তি কিছুটা কমে গেছে যার কারণে দ্রুত সম্ভব্য ঘূর্ণিঝড়টির গতিপথের অনেক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরের ৩ দিন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতে অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে পৌঁছানোর সম্ভাবনার কথা পূর্বাভাস করতেছে প্রায় সকল আবহাওয়া পূর্বাভাস মডেল। সর্বশেষ পূর্বাভাষ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নে মডেল অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করে উত্তর দিকে ওড়িশা রাজ্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা। পক্ষান্তরে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলে ঘেঁষে কিছুটা দুর্বল হয়ের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ কিংবা নিম্নচাপ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ খুলনা বিভাগের উপকূলীয় এলাকার উপরে দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের ৫ থেকে ৬ তারিখের মধ্যে।
বৃহঃপতিবারের (নভেম্বর ৩০, ২০২৩) বৃষ্টিপাত, কুয়াশা পূর্বাভাস
আজ ৩০ ই নভেম্বর, বৃহঃপতিবার, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত ইনফ্রারেড চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের আকাশ পুরো মেঘমুক্ত অবস্থায় রয়েছে। আজ বৃহঃপতিবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করেও দেখা যাচ্ছে যে আগামীকাল শুক্রবার বিকেল ৪ টার মধ্যে বাংলাদেশের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত)
আজ বৃহঃপতিবার ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলোর উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী রবিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তরে জেলাগুলো ও রাজশাহী ও রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা লঘু চাপের প্রভাবে।
বৃহঃপতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত কুয়াশা পূর্বাভাস
আজ বৃহঃপতিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বগুড়া, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত ও কুয়াশার পূর্বাভাস
আজ বৃহঃপতিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।