বুধবারে আবহাওয়া পূর্বাভাস: বৃহঃপতিবার থেকে কুয়াশার বিদায় ও শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে
বুধবার (১৩ ই ডিসেম্বর, ২০২৩)
গত ৫ দিন থেকে দেশব্যাপী চলমান কুয়াশা রংপুর বিভাগে থেকে শুরু করে ধীরে-ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে প্রতিদিন। আজ বুধবার ভোর ৬ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে যে কুয়াশা অবস্থা বিরাজ করেছে মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় ও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অল্প কয়েকটি জেলার উপরে। আজ সকাল বেলা খুবই হালকা পরিমাণে কিংবা কুয়াশা মুক্ত অবস্থা বিরাজ করেছে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে। আগামীকাল বৃহঃপতিবার কুয়াশা আরও পূর্ব দিকে সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সম্পর্কীয় তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা অবস্থা বিরাজ করার সম্ভাবনা বেশি। আগামীকাল বৃহঃপতিবার সকালে কুয়াশা মুক্ত অবস্থা বিরাজ করার সম্ভাবনা বেশি রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে।
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে জেলা-ভিত্তিক কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে নিম্নোক্ত জেলাগুলোর উপরে:
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা সমূহের উপরে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা জেলা
সিলেট বিভাগ: সকল জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা অবস্থা বিরাজ করার সম্ভাবনা বেশি।
খুলনা বিভাগ: পিরোজপুর ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকায় উপজেলাগুলোর উপরে কুয়াশা পড়ার সম্ভাবনা
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা অবস্থা বিরাজ করার সম্ভাবনা বেশি।
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে জেলা-ভিত্তিক কুয়াশা না-পড়া কিংবা সর্বনিম্ন পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে নিম্নোক্ত বিভাগের জেলাগুলোর উপরে:
রাজশাহী বিভাগ: সকল জেলা কুয়াশা-মুক্ত থাকার সম্ভাবনা বেশি
ঢাকা বিভাগ: সকল জেলা কুয়াশা-মুক্ত থাকার সম্ভাবনা বেশি
বরিশাল বিভাগ: সকল জেলা কুয়াশা-মুক্ত থাকার সম্ভাবনা বেশি
ছবি: ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে আগামীকাল বুধবার সকাল ৭ টার সময় দেশের বিভিন্ন বিভাগে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার সম্ভব্য মানচিত্র। এই মানচিত্রে যে সকল জেলার উপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মান ৯০ থেকে ৯৫% দেখাচ্ছে সেই সকল জেলার উপরে মাঝারি থেকে ঘন কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সকল জেলার উপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মান ৯৫ থেকে ৯৮% দেখাচ্ছে সেই সকল জেলার উপরে খুবই ঘন কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে ঢাকা থেকে চট্রগ্রামগামী, ও ঢাকা থেকে সিলেট-গামী সকল যাত্রীবাহী কোচ যাত্রাপথে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার সম্মুখীন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আজ রাতেও উক্ত মহাসড়কগুলোতে চলাচলকারী যানবাহনগুলোকে গতি নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আজ রাতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর সড়কগুলোতে দৃষ্টিসীমা ৫০০ মিটার থেকে ১ কিলোমিটার এর নিচে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে আগামীকাল বুধবার সকাল ৭ টার সময় দেশের বিভিন্ন বিভাগে দৃষ্টিসীমার সম্ভব্য মানচিত্র। এই মানচিত্রে যে সকল জেলার উপরে বেগুনি রং রয়েছে সেই সকল জেলায় সবচেয়ে বেশি পরিমানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ও ঐ সকল জেলায় দৃষ্টিসীমা সবচেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুসারে আজ মঙ্গলবার সকাল ৬ টার সময় প্রায় পুরোদেশ কুয়াশার চাদরে ঢাকা ছিলও।
ছবি: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুসারে আজ মঙ্গলবার ভোর ৫ টার সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের উপরে কুয়াশার মানচিত্র। (লালরং বেশি ঘন কুয়াশার পরিমাণ নির্দেশ করতেছে)
ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার চাদের ঢাকা থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাত্রিকালীন নৌ যোগাযোগের জন্য বিশেষ কুয়াশা সতর্কতা
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টা পর্যন্ত পদ্মা সহ দেশের দক্ষিণাঞ্চলের সকল নদ-নদীতে চলাচলকারী সকল নৌযানকে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো যাচ্ছে। এই দুই নদীর উপরেও আজ রাতে হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা অবস্থা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামীকাল বৃহঃপতিবার থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে
আগামীকাল বৃহঃপতিবার থেকে দেশের থেকে কুয়াশা অবস্থা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল দিয়ে (রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে) দেশের অভ্যন্তরে মৃদু শৈত্যপ্রবাহ প্রবেশ শুরু করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভব্য এই শৈত্যপ্রবাহ প্রতিদিনই দেশের পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভব্য এই শৈতপ্রবাহ আগামী বুধবার (২০ শে ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। সম্ভব্য এই শৈত্য প্রবাহের সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলা ও রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ও ঠাকুরগাঁও জেলার উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।