৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
- পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবারও বাংলাদেশের মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ, পরবর্তী বৃষ্টি পুরো এক সপ্তাহ ধরে চলার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিনই সকল বিভাগে বৃষ্টি হবে না।
- ৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
- ৩১ শে জানুয়ারি খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ফেব্রুয়ারির ১ ও ২ তারিখে খুলনা, ঢাকা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল অনুসারে জানুয়ারির ৩১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ সকাল ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগ ও জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।