মঙ্গলবারের (২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস
মঙ্গলবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, গোপালগন্জ, নড়াইল, মাগুরা, মাদরিপুর, শরিয়তপুর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল জেলার উপরে।
আজ রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে পশ্চিমবঙ্গের পরুলিয়া, বান্কুরা, মেদনীপুর, ঝারগ্রাম, হাওড়া, হুগলী, কোলকাতা, পূর্ব বর্ধমান, নদীয়া উত্তর ও দক্ষিন চব্বিশপরগনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আকাশে খুবই হালকা পরিমাণে মেঘের অবস্থান রয়েছে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এই ধরনের মেঘকে সিরোস্ট্রেটাস (Cirrostratus are transparent high clouds, which cover large areas of the sky. ) বলে। এই ধরনের মেঘ আকাশের খুবই উপর দিয়ে অতিক্রম করে ও এই ধরনের মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। আজ মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে আগামী কাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৭ টা বেজে ৫০ মিনিট সময়কার মেঘের চিত্র।
মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল বুধবার কুয়াশা পূর্বাভাস
- আজ মঙ্গলবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ১৩ ডিগ্রী সেলসিয়াস।
- আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলা ও খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে খুব হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
- আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সকাল বেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের মেদনিপুর ও বান্কুরা জেলা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এলাকাগুলোর উপরে খুবই হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
৭ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস:
মার্চ মাসের প্রথম সপ্তাহে আর একটি পশ্চিমা লঘুচাপ ভারতীয় উপ মহাদেশের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে মার্চ মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে আবারও ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের কোন বিভাগের উপরে বৃষ্টিপাত হবে ও কি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানার জন্য আগামী বৃহঃপতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষাকৃত সঠিক পূর্বাভাস জানার জন্য।
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত পূর্বাভাস আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। কোন স্থানের আবহাওয়া ১ থেকে ৩ ঘন্টার ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হতে পারে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।