শনিবারের (মার্চ ২, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস।
আজ শনিবার (মার্চ ২, ২০২৪) সকাল ১১ টা বেজে ১০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে ২/১ টি জেলা ছাড়া ও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার রাজ্য ও বাংলাদেশের আকাশ সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থায় রয়েছে। গত ১ সপ্তাহ ধরে পূর্ব-ভারত ও বাংলাদেশের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করছিল তা পূর্বের দিকে সেরা যাওয়া শুরু করেছে। আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১১ টা বেজে ১০ মিনিট সময়কার মেঘের চিত্র।
শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল রবিবার সকালে কুয়াশা পূর্বাভাস
আজ শনিবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায় ১৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
আজ শনিবার মধ্যরাতের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে খুব হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
আগামীকাল রবিবার রংপুর ও খুলনা বিভাগের ২/১ টি জেলার সকাল ৬ টার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসের থাকার সম্ভবানা রয়েছে। এছাড়া, দেশের অন্য সকল বিভাগের সকাল ৬ টার তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াসের থাকার সম্ভবানা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আজ শনিবার দিবাগত রাত ৩ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকাগুলোর উপরে হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (৩ থেকে ৪ ই মার্চ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা)
আজ শনিবার থেকে আর একটি পশ্চিমা লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিয়ে অতিক্রম করা শুরু করেছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত আজ ২ রা মার্চের পূর্বাভাস অনুসারে মার্চ মাসের ৩ তারিখ (রবিবার) সন্ধ্যার পর থেকে ৪ ই মার্চ তারিখ (মঙ্গলবার) রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের ৩ তারিখ মধ্য রাতের পর থেকে ৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত। সর্বশেষ পূর্বাভাস অনুসারে এবারেও অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের সকল জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষমণবাড়িয়া ও কুমিল্লা জেলার উপরে।
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত পূর্বাভাস আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। কোন স্থানের আবহাওয়া ১ থেকে ৩ ঘন্টার ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হতে পারে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।