চলমান তাপ-প্রবাহ থেকে মুক্তি মিলবে কবে?
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের একটাই প্রশ্ন চলমান তাপ-প্রবাহ থেকে কবে মুক্তি মিলবে?
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে চলমান তাপ-প্রবাহ আজ বৃহঃপতিবার থেকে আগামীকাল শুক্রবার আরও তীব্র হবে। শুক্রবার থেকে শনিবার আরও তীব্র হবে। এভাবে ২৯ শে এপ্রিল পর্যন্ত প্রতিদিনই তাপ-প্রবাহের তীব্রতা বাড়তে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে।
আগামী ২৯ শে এপ্রিল বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস উঠার আশংকা করা যাচ্ছে।
—-> আজ বৃহঃপতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
—-> আগামী মঙ্গলবার পর্যন্ত প্রায় প্রতিদিনই খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
—-> আগামী রবি, সোম ও মঙ্গলবার ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
—-> ৩০ শে এপ্রিল খুবই তীব্র তাপ প্রবাহ > ১ লা মে তীব্র তাপ প্রবাহ > ২ রা মে মধ্যম তাপ প্রবাহ > ও ৩ রা মে মৃদু তাপ প্রবাহ অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। ২ ও ৩ তারিখে তাপ-প্রবাহ অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে।
ছবি: ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ২৯ শে এপ্রিল বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপরে দিনের সর্বোচ্চ সম্ভব্য তাপমাত্রার মানচিত্র।
দেশ ব্যাপী কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত কবে শুরু হতে পারে?
৩ রা মে সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগে, ৪ ঠা মে সিলেট, ময়মনিসংহ, রংপুর, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগে ও ৫ ই মে সিলেট, ময়মনিসংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ও ৬ থেকে ৮ ই মে দেশের সকল বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাপ-প্রবাহের তীব্রতা কমানো কিংবা সুরক্ষার উপায় কি?
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।