সোমবারের (মে ২৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: পুরো দেশে বৃষ্টি, ঝড়ো বাতাস ও অস্বাভাবি জলোচ্ছ্বাস অব্যাহত থাকার আশংকা
আজ সোমবার সকাল ৮ টা বেজে ১০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্টি হওয়া ঘন মেঘের চাদরে ঢেকে আছে পুরো দেশ। কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের ঘূর্ণ্যমান মেঘের বৃত্তের বেশিভাগ অংশ এখনও সমুদ্রের উপরে অবস্থান করতেছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আশংকা করা যাচ্ছে যে আজ সকালে যে আব হাওয়া বিরাজ করতেছে বাংলাদেশের উপরে সেই রকম আবহাওয়া অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে আগামী বুধবার সকাল পর্যন্ত।
ছবি: আজ সোমবার সকাল ৮ টা বেজে ১০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্র।
আজ সোমবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:
খুলনা বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে নতুন করে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ শে ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হবে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
জলোচ্ছ্বাসের উচ্চতা: খুলনা বিভগাের সকল জেলার উপকূলীয় এলাকা গুলোতে আজ দিনে ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও ভাটার সময় ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে নতুন করে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ শে ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হবে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
জলোচ্ছ্বাসের উচ্চতা: বরিশাল বিভগাের সকল জেলার উপকূলীয় এলাকা গুলোতে আজ দিনে ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও ভাটার সময় ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে নতুন করে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ শে ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হবে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
জলোচ্ছ্বাসের উচ্চতা: চট্টগ্রাম বিভগাের সকল জেলার উপকূলীয় এলাকা গুলোতে আজ দিনে ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও ভাটার সময় ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন ঢাকা বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ শে থেকে আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত। পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার ও ঢাকার উত্তর ও পূর্ব পাশের জেলাগুলোর উপরর ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারাদিন ঢাকা শহরের উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে ঢাকা শহরের ব্যাপক পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করা যাচ্ছে যার কারণে ঢাকা শহরের যাতায়াত ব্যবস্হা পুরোপুরি স্থবির হয়ে পড়ার আশংকা করা যাচ্ছে।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে। মাঝে-মাঝে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
পদ্মা ও মেঘনা নদী খুবই উত্তাল থাকবে আগামী ২ দিন: আজ সারাদিন পদ্মা, মেঘনা সহ ঢাকা বিভাগের বড়-বড় নদীগুলোতে পানি খুবই উত্তাল অবস্থায় থাকবে উচ্চ গতির বাতাসের জন্য।
রাজশাহী বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে বিভিন্ন জেলার উপরে নতুন করে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ শে ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হবে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
পদ্মা ও যমুনা নদী খুবই উত্তাল থাকবে: আজ সারাদিন পদ্মা ও যমুনা নদীর পানি খুবই উত্তাল অবস্থায় থাকবে উচ্চ গতির বাতাসের জন্য।
রংপুর বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনের সময় বারার সাথে-সাথে বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জেলার উপরে আগামী ২ দিনে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দিনের সময় বৃদ্ধি পাওয়ার সাথে-সাথে বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জেলার উপরে আগামী ২ দিনে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে। এই দুই জেলার নদীগুলোতে পাহাড়ি ঢলের আশংকা করা যাচ্ছে।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
সিলেট বিভাগ:
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন সিলেট বিভাগের সকল জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দিনের সময় বৃদ্ধি পাওয়ার সাথে-সাথে বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জেলার উপরে আগামী ২ দিনে ৪০০ থেকে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে। সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীগুলোতে পাহাড়ি ঢলের আশংকা করা যাচ্ছে। আগামী ২ দিনে মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় ১০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে যার কারণে সুনামগঞ্জ জেলার ছাতক, ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার নদীগুলোতে পাহাড়ি ঢল নেমে আসার প্রবল আশংকা করা যাচ্ছে।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
বৃষ্টিপাতের সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আজ সারাদিন পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দিনের সময় বৃদ্ধি পাওয়ার সাথে-সাথে বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জেলার উপরে আগামী ২ দিনে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত। আজ সোমবার দিনের বেলা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিনাম্বচলের জেলাগুলোর উপরে। আজ সোমবার সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাম্বচলের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলাগুলোর উপরে।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
বৃষ্টিপাতের সম্ভাবনা: আজ সোমবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার রাত ১২ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি) উপরে এক নাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের রেমালের কারণে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
বৃষ্টিপাতের সম্ভাবনা: আজ সোমবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার রাত ১২ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের রেমালের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ২৭ ও আগামীকাল ২৮ শে মে রাত ১২ টা পর্যন্ত।
বাতাসের গতিবেগ: আজ সারাদিন ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে-মাঝের দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য:
ঘুর্নিঝড় রেমালের আপডেট প্রতি ২ থেকে ৩ ঘন্টা পর-পর প্রচার করার হবে আব হাওয়া ডট-কম ওয়েবসাইটে। ফলে ওয়েবসাইটের উপরে চোখ রাখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।