বৃহঃপতিবারের (জুন ৬, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: দেশ-ব্যাপী ব্যাপক কালবৈশাখি ঝড়ের আশংকা
আজ বৃহঃপতিবার সকাল ৭ টা বেজে ৫০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর ঘন মেঘের উপস্থিত লক্ষ করা গেছে। আজ বৃহঃপতিবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:
রংপুর বিভাগ:
============
আজ বৃহঃপতিবার সকাল ৮ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৭০ থেকে ৮০ %) দেখা যাচ্ছে। তবে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বজ্রপাত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৮০ থেকে ৯০ %) দেখা যাচ্ছে। আজ প্রায় সরাদিন একাধিকবার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (বাংলাদেশ সময় সকাল ৭ টা বেজে ৫০ মিনিট সময়কার)
ময়মনসিংহ বিভাগ:
================
আজ বৃহঃপতিবার প্রায় সরাদিন একাধিকবার (কম পক্ষে ৩ বার) ময়মনসিংহ বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ৮ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে মধ্যে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০ %) দেখা যাচ্ছে। বিশেষ করে আজ সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল সম্ভাবনা (৯০ থেকে ১০০ %) রয়েছে।
দ্বিতীয়বার সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে মধ্যে ও ৩য় বার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাজশাহী বিভাগ:
============
আজ বৃহঃপতিবার প্রায় সরাদিন একাধিকবার (কম পক্ষে ৩ বার) রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০ %) দেখা যাচ্ছে। দ্বিতীয়বার সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে মধ্যে ও ৩য় বার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঢাকা বিভাগ:
===========
আজ বৃহঃপতিবার প্রায় সরাদিন একাধিকবার (কম পক্ষে ৩ বার) ঢাকা বিভাগের উত্তর দিকের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০ %) দেখা যাচ্ছে। দ্বিতীয়বার সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে মধ্যে ও তৃতীয় বার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
দ্বিতীয় ও তৃতীয়বার ঢাকা শহরের দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়েও কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ:
===========
আজ বৃহঃপতিবার প্রায় সরাদিন একাধিকবার (কম পক্ষে ৩ বার) সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০) দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে; দ্বিতীয়বার সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে মধ্যে; ও তৃতীয় বার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ সরাদিন অপেক্ষাকৃত বেশি বজ্রপাত ও বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে।
আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা (৭০ থেকে ৮০ %) দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ:
=============
আজ বৃহঃপতিবার সরাদিন একাধিকবার (কম পক্ষে ৩ বার) চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০) দেখা যাচ্ছে। প্রথমবার সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে; দ্বিতীয়বার সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে মধ্যে; ও তৃতীয় বার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার উপরে।
ছবি: আজ বৃহঃপতিবার সকাল ৮ টার সময়কার বজ্রপাত মানচিত্র।
খুলনা বিভাগ:
=========
আজ বৃহঃপতিবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৫০ থেকে ৬০ %) দেখা যাচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা (৬০ থেকে ৭০ %) দেখা যাচ্ছে।
বরিশাল বিভাগ:
===============
আজ বৃহঃপতিবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মধ্যে বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উত্তর দিকের উপজেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৫০ থেকে ৬০ %) দেখা যাচ্ছে। বিশেষ করে বরিশাল, ঝালকাঠি ও ভোলা জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা (৭০ থেকে ৮০ %) দেখা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
===============================================
আজ বুধবার বিকেল ৫ টার মধ্যে মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
আজ বৃহঃপতিবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরাম্বচলের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলোর উপর দিয়ে একাধিকবার তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা (৯০ থেকে ১০০ %) দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সামান্য আশংকা রয়েছে দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, মালদহ, হাওড়া, হুগলী জেলার উপরে।
আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাম্বচলের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলাগুলোর উপরে। এ সময় তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে এই সকল জেলার উপরে।
ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
=============================================================
আজ বৃহঃপতিবার সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে পূর্বে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি) উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা (প্রায় ৯০ থেকে ১০০%) রয়েছে। আজ সারাদিন একাধিকবার তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা (প্রায় ৯০ থেকে ১০০%) রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
===========================================
আজ বৃহঃপতিবার সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালি কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা (প্রায় ৯০ থেকে ১০০%) দেখা যাচ্ছে। তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা (প্রায় ৯০ থেকে ১০০%) রয়েছে।
=============
বিশেষ দ্রষ্টব্য:
=============
উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বৃষ্টিপাত শুরুর সময় ২ থেকে ৪ ঘন্টা পূর্বে কিংবা পরে হতে পারে
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।