বৃহস্পতিবারের (সেপ্টেম্বর ২৬, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বন্যার আশংকা করা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে বায়ুর লঘুচাপ অবস্থা বিরাজ করতেছে যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য এবং বাংলাদেশ ৮ টি বিভগাের বেশিভাগ জেলার আকাশ ঘন মেঘের চাদরে ঢাকা রয়েছে। আজ সকাল ৮ টা বেজে ৩০ মিনিট সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের ৫৯ টি জেলার (চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো ছড়া অন্য সকল জেলা) উপরেই মেঘের উপস্থিতি লক্ষ করা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের ৬৪ টি জেলার উপরেই থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।
ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট)।
খুলনা বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরেও বৃষ্টি হচ্ছিল। চলমান এই বৃষ্টি আজ বৃহস্পতিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। খুলনা বিভাগের জেলাগুলোর উপর এই বৃষ্টি আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরেও বৃষ্টি হচ্ছিল। চলমান এই বৃষ্টি আজ বৃহস্পতিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর এই বৃষ্টি আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরেও বৃষ্টি হচ্ছিল। চলমান এই বৃষ্টি আজ বৃহস্পতিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর এই বৃষ্টি আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বৃষ্টি হচ্ছিল। চলমান এই বৃষ্টি আজ সারাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবারও বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে।
চট্টগ্রাম বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছিল। দুপুর ২ টার পর থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) ঢাকা বিভাগের পশ্চিম দিকের ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, নরায়নগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছিল। সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সারাদিনই ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
আজ সারাদিনই ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছিল। চলমান এই বৃষ্টিপাত আজ রাত ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টা পর্যন্ত বৃষ্টি সাময়িক ভাবে বন্ধ থাকতে পারে। আগামীকাল শুক্রবার আবারও সকাল ৮ টার পর থেকে বৃষ্টি শুরু হয়ে সারাদিন চলার সম্ভাবনা রয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস
পশ্চিমবঙ্গ রাজ্য: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট) পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছিল। চলমান এই বৃষ্টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের সকল জেলার উপরে অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিবাহার, আলিপুরদুয়ার জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। কোলকাতা ও এর চার পাশের জেলাগুলোর উপরে চলামনা বৃষ্টি আজ দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
ত্রিপুরা রাজ্য: আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
আসাম রাজ্য: আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার) উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বন্যার আশংকা করা যাচ্ছে।
দেশব্যাপী চলমান বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আগামী শানিবার রাত ১২ টা পর্যন্ত রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে আগামী শনিবার পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বন্যার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলার নদ-নদীগুলোর পানি বন্যা বিপদসীমার উপরে দিয়ে অতিক্রম কার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগের পুকুরের মাছ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
আগামী ৩ দিন রংপুর বিভাগের কৃষকদের জমিতে সার ও কীটনাশক না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
ছবি: আগামীকাল শনিবার রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে)
ছবি: আগামীকাল শনিবার রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে)
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।