দেশের শীতকালীন শাক-সবজি বিশেষ করে আলু চাষি ভাইদের জন্য গুরুত্ব-পূর্ণ আবহাওয়া পূর্বাভাস
প্রবাদে আছে “A picture is worth a thousand words. জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপরে দৃশ্যমান মেঘের চিত্রে দেখা যাচ্ছে আকাশ প্রায় মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। আজ থেকে শুষ্ক আবহাওয়া পুরো-দমে শুরু হয়ে গেলো। তার মানে এই না যে আজকের পর থেকে বাংলাদেশে কোন বৃষ্টি হবে না আগামী ২০ শে অক্টোবর পর্যন্ত। আজ ১৩ ই অক্টোবর থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে খুব অল্প সময়ের জন্য বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এই রকম শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে ২০ শে অক্টোবর পর্যন্ত।
২১ থেকে ২৩ শে অক্টোবর পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘু চাপের প্রভাবে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ও ঢাকা বিভাগের আলু চাষিরা পূর্ণ উদোমে আলুর জমি প্রস্তুত করে আলো লাগানো শুরু করে দিতে পারেন।
২১ থেকে ২৩ শে অক্টোবর পর্যন্ত যে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জমিতে লাগানো আলুর জন্য উপকারী হিসাবে গণ্য হবে বলে আশা করি।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।