ঘূর্ণিঝড় “দানা” এর ১৫ নম্বর আপডেট (বাংলাদেশ সময় সকাল ১০ টা, ২৪ শে অক্টোবর, ২০২৪)
আমেরিকান জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের (যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র একটি যৌথ মার্কিন নৌবাহিনী – পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কমান্ড) সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় ডানা ঘণ্টায় ৭০ নটিক্যাল মাইল বা প্রায় ১৩০ কিলোমিটার গতিবেগ এর বাতাসের তীব্রতা সহ একটি খুব মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগও ঘূর্ণিঝড় ডানার পূর্বাভাসিত শক্তিকে আপগ্রেড করেছে। এখানে উল্লেখ্য যে, আমি গত দুই দিন ধরে পূর্বাভাস দিয়েছিলাম যে ঘূর্ণিঝড় ডানা সমুদ্রের উপরে থাকা অবস্থায় অত্যন্ত প্রবল শক্তিশালি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা রয়েছে। তবে উপকূলে আঘাত করার আশংকা করা যাচ্ছে প্রবল শক্তিশালি ঘূর্ণিঝড় হিসাবে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এর ওড়িশা রাজ্যে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে ঘুর্নিঝড় “দানা” এর কারণে যে ঘূর্ণ্যমান মেঘের সৃষ্টি হচ্ছে তার অগ্রবর্তী অংশ (বাইরের বৃষ্টি বলয়) ওড়িশা রাজ্যের উপকূল এ পৌঁছে গেছে।
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় দানা ওড়িশা রাজ্যের উপকূলের উপর দিয়ে আগামীকাল ২৪ শে অক্টোবর রাত ১২ টার পর থেকে ২৫ শে অক্টোবর সকাল ৬ টার মধ্যে তীব্র ঘুর্নিঝড় বা Severe Cyclonic Storm (৮৯–১১৭ কিলোমিটার/ঘণ্টা) হিসাবে স্থল ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।
বাংলাদেশ সময় সকাল ৯ টা পর্যন্ত, অক্টোবর ২০২৪, ঘূর্ণিঝড় ডানার কেন্দ্রটি 19.1 N 88.3 E এর কাছে অবস্থিত ছিল। ঘূর্ণিঝড় ডানা কলকাতা থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে ছিল। ঘূর্ণিঝড় দানা গত ছয় ঘণ্টা ধরে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সর্বাধিক উল্লেখযোগ্য তরঙ্গ উচ্চতা পরিলক্ষিত হয়েছে, ২৪ ফুট। সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ ৯৮৮ মিলিবার পরিলক্ষিত হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল অবস্থান পশ্চিমবঙ্গের দিকে কিছুটা সরে গেছে। অন্য কথায়, ঘূর্ণিঝড় ডানার প্রভাব বাংলাদেশের ওপর গতকাল পূর্বাভাসের চেয়ে বেশি বাড়বে।
ঘুর্নিঝড় “দানা” বাংলাদেশ এর উপকূল এ আঘাত না করলেও এর প্রভাবে পুরো বাংলাদেশে থেমে-থেমে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সারাদিন।
বিশেষ করে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শুক্রবার সারাদিন খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। এই সময়ের মধ্যে চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনন্সিংহ বিভাগের জেলাগুলর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবার সারাদিন ঢাকা শহরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।