ঘুর্নিঝড় মোখা আপডেট: ১১ ই মে দিবাগত রাত ২ টা
ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে স্থল ভাগে আঘাত করতে যাচ্ছে ঘূর্ণিঝড় মোখা আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্যে অনুসারে।
আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এর সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় মোখা তার পুরো জীবদ্দশায় সর্বোচ্চ গতিবেগ অর্জন করবে ঠিক স্থল ভাগে আঘাতের পূর্বে। এটি নিঃসন্দেহে খুবই বড় দুঃসংবাদ। এমনকি স্থল ভাগের উপরে উঠার পরেও ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৬৭ কিলোমিটার।
ঘুর্নিঝড় মোখা আজ রাত ১ টার সময় প্রায় ১৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৮ ডিগ্রী পূর্বা দ্রাঘিমাংশে অবস্হান করতেছিল। আজ রাত থেকেই বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় কোন কোন সময় গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনারা গত ১ সপ্তাহ ধরে বার বার শুনেছেন আমি স্পষ্ট করে বলেছি যে ১১ মে এর পরে কোন জেলে ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে প্রাণ নিয়ে বেঁচে আসতে পারবে না। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মোখা আজ রাত ১২ টার সময় যে স্থানে অবস্থান করতেছে সেখানকার সমুদ্রে ২৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে।
আজ রাত থেকেই বাংলাদেশের সকল উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এর উচ্চতা বৃদ্ধি হওয়ার শুরু করবে। আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় এর প্রভাব অনুভব করা শুরু করবে। কক্সবাজার জেলার সকল দ্বীপ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে হবে শনিবার দুপুরের মধ্যে। সন্ধ্যার পূর্বে নিশ্চিত করতে হবে সকল মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পৌঁছে গেছে। সেন্টমার্টিন দ্বীপের কোন দারিদ্র-মানুষ যেন তাদের কুঁড়েঘরে না থাকে নিশ্চিত করতে হবে। সকল দারিদ্র মানুষকে বাণিজ্যিক হোটেলগুলোতে আশ্রয়ের ব্যবস্হা করতে হবে। সম্ভব হলে অনেক মানুষকে সরিয়ে নিতে হবে টেকনাফে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।