শনিবারের আবহাওয়া পূর্বাভাস: বঙ্গোপসাগরের লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে
ঘূর্ণিঝড় আপডেট ১২ (ডিসেম্বর ২, ২০২৩)
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালি হয়ে ও সংগঠিত হয়ে আজ শনিবার সকল বেলা গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিন-পশ্চিম মধ্য বঙ্গপোসাগরে অবস্হান করছিল আজ বিকেল ৪ টার সময়। আজ শনিবার দুপুর ২ টার সময় নিম্নচাপটির কেন্দ্র প্রায় ১১ দশমিক ৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ ই প্রায় ৮৩ দশমিক ৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছিল। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপ কেন্দ্রের চার পাশের ঘূর্ণ্যমান মেঘের বলয় স্পষ্ট ভাবে দৃশ্যমান।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় “মিগজাউম” এ পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করেছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।
নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় আরও শক্তিশালি হয়ে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে পূর্নাঙ্গ ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপটি বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে ঘন্টা প্রায় ১৭ কিলোমিটার বেগে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে নিম্নচাপ কেন্দ্র আজ সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের সময় ভারতের চেন্নাই বন্দর থেকে প্রায় ৪২০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থান করছিল। আব হাওয়া পূর্বাভাস মডেলগুলো নির্দেশ করতেছে যে আগামীকাল রবিবার থেকে ঘুর্নিঝড় “মিগজাউম” অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল ঘেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় “মিগজাউম” এর বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা কেটে গেছে কারণ নিম্নচাপটি অনেক দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ও আজ ২ লা ডিসেম্বর জেটস্ট্রিমের অবস্থান করছে ভারত ও পাকিস্তান সীমান্তের উপরে। আগামী ২ দিন যদি হঠাৎ করা জেটস্ট্রিমের পূর্বমুখী চালার গতি বৃদ্ধি না পায় তবে ঘূর্ণিঝড় “মিগজাউম” ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চেন্নাই কিংবা ভিশাখাপত্তম সমুদ্র বন্দরের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড় হিসাবে। ডিসেম্বর মাসের ৫ তারিখ ওরিশা রাজ্যের উপকূলে পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে হিসাবে ঘন্টয়া ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঘূর্ণিঝড় “মিগজাউম” এর প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত। খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ছবি: আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘুর্নিঝড় মিঘজাউম এর প্রভাবে বাংলাদেশের উপরে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।