বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে
আপডেট ৬, মঙ্গলবার, ১৪ ই নভেম্বর, ২০২৩
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ১ টার চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিম পাশে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা সম্ভাবনার কথা পূর্বাভাস করতেছি গত ৬ দিন ধরে। এই লঘুচাপটি নিম্নচাপ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের উপর দিয়ে স্হল ভাগে আঘাত করার সম্ভাবনা প্রায় ৯০% এরও বেশি। উপকূলে আঘাত করার সাম্ভব্য সময় ১৭ ই নভেম্বর দুপুর ১২ টার পর থেকে ১৮ ই নভেম্বর দুপুর ১২ টার মধ্যে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরও লঘু চাপ সৃষ্টির কথা নিশ্চিত করেছে আজ দুপুর ২ টার সময় জারি কারা পূর্বাভাসে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।