বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ: আমন ধান কাঁটা ও শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে আগামী ১৫ দিন বাংলাদেশের উপকূলে কোন ঘুর্নিঝড় আঘাতের আশংকা করা যাচ্ছে না। সেই সাথে আগামী ১৫ দিন উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন আশংকা করা যাচ্ছে না। আগামী ১৫ দিন বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলায় অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে; তবে আগামী ১৫ দিন ভারি বৃষ্টির কোন আশংকা নেই বললেই চলে। ফলে বাংলাদেশের কৃষকরা পূর্ণ উদোমে জমিতে থাকা পাকা আমন ধান কেটে মাড়াই করাতে পারেন।
একই সাথে শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন। বিশেষ করে সরিষা ও আলু চাষ শুরু করে দিতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য:
বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো দিনে ৪ বার করে চালিয়ে পূর্বাভাস প্রস্তুত করা হয়। প্রতিবার চালানোর পরে পূর্বাভাস কিছুটা পরিবর্তিত হয়। ফলে উপরে উল্লেখিত পূর্বাভাস ৭ থেকে ১০ দিন পরে পরিবর্তিত হতে পারে। যদি উপরে উল্লেখিত পূর্বাভাস উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হয় তবে তা জানিয়ে নতুন পূর্বাভাস দেওয়া হবে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।