আজ দুপুর ৩ টার পরে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে
ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গতকাল বুধবার রাত ১১ টার পর একটি ও ভোর ৪ টার পর ২য় বৃষ্টি বলয় খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের (রাজশাহী ও পাবনা জেলা), ঢাকা বিভাগের পশ্চিম-পাশের সকল জেলা চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করেছে আজ দুপুর ২ টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ বিমানবাহিনীর যশোর রাডার থেকে প্রাপ্ত দুপুর দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের রিফলেকটিভিটি মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নতুন করে আর একটি বৃষ্টি বলয় খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রম করতে যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। এই বৃষ্টি বলয় সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ও ভোলা জেলার উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
ছবির ব্যাখ্যা: বাংলাদেশ বিমান বাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৫৪ মিনিটে প্রাপ্ত রিফলেকটি ভিটি চিত্র (ছবিতে লাল রং ভারি বৃষ্টি, হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা পরিমাণ বৃষ্টি নির্দেশ করে)।
ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমান বাহিনী
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।