একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবার (জুন ৪, ২০২৩) এর বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 558k 12k

রবিবার (জুন ৪, ২০২৩) এর বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

আজ রবিবার (জুন ৪, ২০২৩) জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১১ টার চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, বরিশাল, ও খুলনা বিভাগের উপকূলীয় অনেক জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়। এছাড়া আজ দুপুর ২ টা পর থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভূ-পৃষ্ঠের প্রথম ১ কিলোমিটার উচ্চতার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বায়ু দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর দিকে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর থেকে আগত বায়ু অপেক্ষাকৃত গরম ও আর্দ্র (জলীয়বাষ্প যুক্ত)। যে কারণে উপকূলীয় এলাকার জেলাগুলোতে গরমের কারণে বেশি অশস্তি অনুভূত হচ্ছে।

পক্ষান্তরে ভূ-পৃষ্ঠের উপরের ১ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার উচ্চতার মধ্যে বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ভারতের বিহার, ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে আগত বায়ু শুষ্ক ও গরম যা রংপুর, রাজশাহী বিভাগের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে যে কারণে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতেছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাপাইনবাবগন্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর জেলার উপর।

কালবৈশাখী ঝড় সৃষ্টির জন্য সাধারণত বায়ুমণ্ডলের মধ্য থেকে উচ্চ-আকাশে উত্তর-পশ্চিম দিকে থেকে বাতাসে প্রবাহ ও ভূ-পৃষ্ঠের নিচের দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ দরকার। উপরে উল্লেখিত উত্তর-পশ্চিম দিক থেকে আগত শুষ্ক ও গরম বায়ু যখন দক্ষিন-পশ্চিম দিক থেকে আগত গরম ও ভেজা বাতাসের সংস্পর্শে আসবে তখন কালবৈশাখি ঝড় কিংবা বজ্র সহ বৃষ্টিপাত হবে।

আজ দিনের মধ্যে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ফেনী, নোয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, পিরোজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায়।

আজ দুপুর ১২ টার পর থেকে দুপুর বিকেল ৪ টার মধ্যে ভোলা, চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবাণ জেলার উপর দিয়ে বজ্র সহ বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Post