একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের রাতের আবহাওয়া পূর্বাভাস: রংপুর বিভাগে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের আশংকা

Blog Image
Email : 116k 12k
সোমবারের রাতের আবহাওয়া পূর্বাভাস: রংপুর বিভাগে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের আশংকা
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পূর্ব নেপাল, ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং ও শিলিগুড়ি এবং রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপরে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এই মেঘ থেকে ইতিমধ্যেই বজ্রপাত-সহ বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং ও শিলিগুড়ি শহরের উপরে।



আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলায় প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এই বৃষ্টি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, ও আলিপুর দুয়ার জেলার উপর দিয়েও অতিক্রম করে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রবেশের আশংকা করা যাচ্ছে রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে।




Related Post