বৃহস্পতিবারের (২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার দুপুর ১ টার পর আগামীকাল শুক্রবার দুপর ১ টা পর্যন্ত আগামী ২৪ ঘন্টার বাংলাদেশের কোন জেলায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই।
২০২৫ সালে আর কোন ঠাণ্ডা আবহাওয়ার আশংকা নাই। আগামী ৯ ও ১০ ই মার্চ সিলেট বিভাগে জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আমেরিকার কলোম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত International Research Institute for Climate and Society (IRI) ২০২৫ সালের ফেব্রুয়ারী-এপ্রিল পর্যন্ত লা নিনা এবং ENSO-নিরপেক্ষ অবস্থার জন্য সমান সম্ভাবনা (৫০%) পূর্বাভাস দিয়েছে। আগামী মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং জুন থেকে আগস্টের পরে ENSO-নিরপেক্ষ পরিস্থিতির জন্য অনুকূল পরিবেশ বিরাজ করার পূর্বাভাস দিয়েছে।