কোলকাতা শহর ও খুলনা বিভাগের উপর দিয়ে বজ্র-বৃষ্টি অতিক্রমের আশংকা
সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে বজ্রপাত ও বৃষ্টিপাত সাতক্ষীরা ও যশোর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশের আশংকা করা যাচ্ছে। এর পরে এই বজ্র-বৃষ্টি খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, বরগুনা জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আজ সকাল ১১ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে কোলকাতা শহর এবং হাওড়া, হুগলী ও চব্বিশপরগানা জেলার শহর উপর দিয়ে তীব্র বজ্রপাত শহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
#Bangladesh #WestBengal #thunderstorm #lighting #WesternDisturbance #kolkata #joshore