রবিবারের আবহাওয়া পূর্বাভাস: দেশের উপর দিয়ে চলমান ঘণ কুয়াশা ও শৈত্যপ্রবাহ আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
রবিবারের (১০ ই ডিসেম্বর, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ রবিবার সকাল ৬ টার সময় প্রায় পুরোদেশ কুয়াশার চাদরে ঢাকা ছিলও। দেশের একাধিক বিভাগের জেলাগুলোতে দুপুর ১২ টা পর্যন্ত সূর্যের আলো দেখা যায় নি। আবহাওয়া সম্পর্কীয় তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ রবিবার সন্ধ্যার পর থেকে দেশের ৮ টি বিভাগের প্রায় সকল জেলা কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতে সবচেয়ে ঘন কুয়াশা বিরাজ করার সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।
আজ রবিবার দিবাগত রাতে দেশের সকল মহাসড়কের উপরে বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গ-গামী, ঢাকা থেকে চট্রগ্রামগামী, ঢাকা থেকে সিলেট-গামী ও ঢাকা থেকে খুলনা-গামী সকল যাত্রীবাহী কোচ যাত্রাপথে ব্যাপক কুয়াশার সম্মুখীন হবে। ফলে আজ রাতেও যোগাযোগ দুর্ঘটনা প্রচণ্ড ঝুঁকি থাকবে। আজ রাতেও মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা ১০০ থেকে ৩০০ মিটার এর নিচে নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুসারে আজ রবিবার সকাল ৬ টার সময় প্রায় পুরোদেশ কুয়াশার চাদরে ঢাকা ছিলও।
ছবি: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুসারে আজ শনিবার ভোর ৫ টার সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের উপরে কুয়াশার মানচিত্র। (লালরং বেশি ঘন কুয়াশার পরিমাণ নির্দেশ করতেছে)
ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস
আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার দুপুর ১২ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের বেশিভাগ জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ ইত্যাদি জেলার উপরে খুবই ঘন কুয়াশার চাদের ঢাকা থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাত্রিকালীন নৌ ও স্থল যোগাযোগের জন্য বিশেষ কুয়াশা সতর্কতা
চলমান এই কুয়াশা কমপক্ষে মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার সকালে ঢাকা শহরেও কুয়াশা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে সকল প্রকার সড়ক যাতায়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।