রবিবার রাত ও সোমবার সকালের আবহাওয়া পূর্বাভাস: আগামীকাল সোমবার সকালেও দেশের বেশিভাগ জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে
দেশব্যাপী শৈত্যপ্রবাহ আপডেট
আগামীকাল সোমবারের আবহাওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে যে দেশের ৭ টি বিভাগের (চট্টগ্রাম ছাড়া অন্য সকল বিভাগ) উপরে দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপর সকাল ৬ টার সময় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। চলমান এই শৈত্যপ্রবাহ তাপমাত্রা আগামী মঙ্গলবার (৩০ শে জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৮ ই জানুয়ারি) সন্ধ্যার পর থেকে সোমবার (২৯ ই জানুয়ারি) দুপুর পর্যন্ত কুয়াশা পূর্বাভাস
আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ছবি: আগামীকাল সোমবার সকাল ৬ টার সময়কার কুয়াশার সম্ভাব্যতার মানচিত্র, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যার নাম “ফগ স্টাবিলিটি ইনডেক্স” (যে স্থানে রং যত বেশি লাল সেই স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা তত বেশি)।
বিশেষ দ্রষ্টব্য: ফগ স্টাবিলিটি ইনডেক্স এর মান ৩১ এর কম হলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা; ৩১ থেকে ৫৫ এর মধ্য থাকলে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা ও ৫৫ এর বেশি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা খুবই কম নির্দেশ করে।
ছবি: জাপানের আবহাওয়া বিষয়ক কৃত্রিম ভূ-উপগ্রহ হিমাওয়ারি এর ক্যামেরা দ্বারা সংগৃহীত মেঘের ছবি (বাংলাদেশ সময় রবিবার সন্ধা ৬ টা বেজে ১২০ মিনিট) বাংলাদেশের উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।