বঙ্গোপসাগরে/আরব সাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা
(আপডেট: ১, অক্টোবর ১৮, ২০২৩)
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ১৮ অক্টোবরের পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ২০ ই অক্টোবরের পরে বঙ্গোপসাগর ও আরব সাগরে ২ টি নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই ২ টি নিম্নচাপের মধ্যে আবর সগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। আজ ১৮ ই অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে আশা করা হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আরব ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দুই নিম্নচাপের মধ্যে প্রথমে যেটি ঘূর্ণিঝড়টি পরিণত হবে তার নাম হবে তেজ ও দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে হামুন। তেজ নামটি ভারতের দেওয়া ও হামুন নামটি ইরানের দেওয়া।
ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের (ECMWF Integrated Forecasting System) ও আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে আরব সগরের ঝড়টি প্রথমে সৃষ্টির সম্ভাবনা প্রবল। অধিকন্তু, এই ঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আরব সাগরের ঝড়টি প্রথমে সৃষ্টির সম্ভাবনা প্রবল ও সেই সাথে শক্তিশালী ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও প্রবল তাই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে (২১ থেকে ২২ অক্টোবরের মধ্যে) একটি লঘু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবন রয়েছে যা অক্টোবর মাসের ২৪ তারিখ সন্ধ্যার পর থেকে ২৫ তারিখ সন্ধ্যার মধ্যে নিম্নচাপ হিসাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ সৃষ্টি হয়ে ইয়েমেন ও ওমানের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের (ECMWF Integrated Forecasting System) পূর্বাভাস অনুসারে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ সৃষ্টি হয়ে ইয়েমেন ও ওমানের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে।
ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ আকারে বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারের রাখাই রাজ্যের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের ২৪ তারিখ সন্ধ্যার পর থেকে ২৫ তারিখ সন্ধ্যার মধ্যে নিম্নচাপ হিসাবে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের (ECMWF Integrated Forecasting System) পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ আকারে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন এলাকার উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের ২৫ তারিখ সন্ধ্যার পর থেকে ২৬ তারিখ সন্ধ্যার মধ্যে নিম্নচাপ হিসাবে।
বিশেষ দ্রষ্টব্য: বঙ্গোপসাগরে সম্ভব্য যে লঘুচাপটি সৃষ্টির সম্ভাবনা নির্দেশ-করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো তা নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না কিংবা নিম্নচাপ হিসাবে কতটুকু শক্তিশালি হবে, কোন স্থান দিয়ে উপকূলে আঘাত করবে তা নির্ভর করবে আরব সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘুর্নঝড়টির বৈশিষ্ট্যের উপর। ফলে অক্টোবর মাসের ২১ তারিখের পূর্বে বলা সম্ভব্য না যে সম্ভব্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না।
আজ ১৮ অক্টোবর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ২২ শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।