বুধবারের (আগস্ট ২৩, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
তিস্তা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বন্যা আপডেট
বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্রে দেখা গেছে যে ব্রক্ষমপুত্র ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর (কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল) দুই একটি পয়েন্ট ছাড়া প্রায় সকল পয়েন্টে নদীর পানি বন্যা বিদপসীমার নিচে দিয়ে (নিরাপদ উচ্চতায়) প্রবাহিত হচ্ছিল গতকাল ২২ ই আগস্ট পর্যন্ত। রংপুর বিভাগের তিস্তা নদীর পানি ২১ শে আগস্ট পর্যন্ত নাম শুরু করিলেও গতকাল ২২ শে আগস্ট থেকে আবারও বৃদ্ধি পাওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত ভারতের আসাম ও সিকিম রাজ্য সহ পূর্ব ভারতীয় রাজ্যগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে ও আগামী ৭ দিন এই সকল রাজ্যে প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারি ও কোন কোন স্থানে অতি ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে বৃহঃপতিবার থেকে (আগস্ট মাসের ২৪ তারিখ থেকে) আবারও তিস্তা, ব্রক্ষমপুত্র ও যমুনা নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহের প্রবল আশংকা করা যাচ্ছে সেই সাথে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলার উপকূলবর্তী জেলাগুলোর নদী তীরবর্তী এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে। আব হাওয়া পূর্বাভাস মডেলগুলো অনুসারে আগামী ১০ দিন ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদোয়া জেলা এবং সিকিম, আসাম ও মেঘালয় রাজ্যের উপরে যে পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস করছে তা যদি সঠিক প্রমাণিত হয় তবে আসন্ন এই বন্যা ২০২৩ বর্ষা মৌসুমে এই ৩ টি নদীর তীরবর্তী জেলাগুলোর উপরে সবচেয়ে বড় বন্যা হওয়ার সমূহ আশংকা রয়েছে।
ছবি: বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত ২২ আগস্টে দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্র।
আজ বুধবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টা অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও ঢাকা বিভাগের জেলাগুলোতে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য আবহাওয়ার নিম্নরূপ অবস্থা বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:
রাজশাহী বিভাগ: গতকাল মঙ্গলবার রাত ১০ টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হয়েছে যা আজ বুধবার সকাল ৮ টার সময়ও অব্যাহত রয়েছে পাবনা ও নাটোর সহ অনেক জেলার উপরে। আজ সারাদিন রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থাকা সহ প্রায় সকল জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। সকাল ১০ টার পর থেকে আবারও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলার উপর দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: গতকাল মঙ্গলবার রাত ১০ টার পর থেকে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হয়েছে যা আজ বুধবার সকাল ৮ টার সময়ও অব্যাহত রয়েছে একাধিক জেলার উপরে। আজ বুধবার সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের উপকূলীয় এলাকার যে জেলাগুলোর উপরে বৃষ্টি হচ্ছে সকাল ৮ টার সময় সেই সকল জেলায় বৃষ্টি সাকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন খুলনা বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। সেই সাথে খুলনা বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা ও বরিশাল বিভাগের সংলগ্ন জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বুধবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে স্বাধীন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ বুধবার ঢাকা বিভাগের সকল জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ২ টার মধ্যে রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে ও একাধিকবার।
বিশেষ করে সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষমণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপরে থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপরে।
আজ থেকে আবারও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে প্রায় প্রতিদিন কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অগষ্ট মাসের পুরো সময়টা।
রংপুর বিভাগ: আজ বুধবার সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার কোন কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আজ রাত রাত ৯ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৯ টার পর্যন্ত রংপুর বিভাগের সকল জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগের জেলাগুলোর উপর একনাগাড়া বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আঝ বুধবার সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্য নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টিপাত শুরু প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে জামালপুর ও ময়মনিসংহ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়ছে।
সিলেট বিভাগ: আজ বুধবার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে শুরু করে বৃহঃপতিবার ভোর ৬ টা পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:
আজ বুধবার সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, ও আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৯ টার মেঘের চিত্র বাংলাদেশের উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।