কোনঠে বাহে, চলেন সবাই: পঞ্চগড় জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে যাই
(ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস)
রংপুর বিভাগের জেলাগুলোতে মানুষদের একটা জনপ্রিয় উক্তি আছে “কোনঠে বাহে, চলেন সবাই“। এই উক্তিটি সাধারণত ব্যবহার করা হয় অনেক মানুষকে কোন কাজে এক সাথে যোগ দেবার আমন্ত্রণ জানাতে। আমার নিজের জন্ম যেহেতু রংপুর বিভাগের নীলফামারী জেলায় তাই রংপুর বিভাগের ছেলে হিসাবে আপনাদের আমন্ত্রণ জানিয়ে বলি কোনঠে বাহে, চলেন সবাই 😜 পঞ্চগড় জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে যাই।
শৈশব কালে প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসের জন্য অপেক্ষায় থাকতাম নিজের বাড়ির উঠান থেকে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখার জন্য। আজ থেকে ২০ থেকে-৩০ বছর পূর্বে শীতের সকালে পঞ্চগড় জেলার পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার অনেক স্থান থেকেই পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখতে পাওয়া যেত। গত ৩০ বছর শীতকালে বায়ু দূষণের পরিমাণ পছন্দ রকমের বেড়ে যাওয়ার সাম্প্রতিক কালে দিনাজপুর ও নীলফামারী জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখতে পাওয়া যায় না বললেই চলে। তবে অনুকূল আবহাওয়া বিরাজ করলে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে অক্টোবর-নভেম্বর মাসে স্পষ্ট ভাবে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখা যায়।
আমার শৈশব কালে অবশ্য আমি জানতাম না যে ঘূর্ণিঝড় উপকূলে আঘাতের সম্ভব্য দিনের মতো আবহাওয়া পূর্বাভাসের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের সর্ব উত্তরের জেলাগুলোর সীমান্তবর্তী এলাকাগুলো থেকে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখার পূর্বাভাস দেওয়া সম্ভব।
২০২২ সালের অক্টোবর মাসে প্রথম বারের মতো হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখার পূর্বাভাস দেওয়া শুরু করি দৈবক্রমে। একটি জাতীয় দৈনিকের পরিচিত সাংবাদিক অক্টোবর মাসের কোন একদিন জানতে চায় নির্দিষ্ট সপ্তাহে আকাশ বৃষ্টি, মেঘ ও কুয়াশা মুক্ত থাকবে কি না? কারণ ঐ সপ্তাহে পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলায় যেতে চায় কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়ার ছবি তোলার জন্য। আমিও কিছুটা আগ্রহ নিয়ে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সেই সাংবাদিককে নির্দিষ্ট ৩ দিনের কথা জানাই যে ৩ দিন আকাশ বৃষ্টি, মেঘ ও কুয়াশা মুক্ত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সাংবাদিক নির্দিষ্ট দিনে পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলা হতে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়ার অসাধারণ সুন্দর কিছু ছবি তুলে আমাকে পাঠালে আমি নিজেও অভিভূত হয়ে পড়ি। অতঃপর এই ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করলে নিজের বন্ধু ও অনুসারী লিস্টের অনেকেই নিয়মিত ভাবে জানতে চাওয়া শুরু করেন কবে ন্বচগড় জেলায় তেতুলিয়া উপজেলা হতে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া দেখতে পাওয়া যাবে?
ছবি কৃতজ্ঞতা: মোস্তোফা সবুজ (২০২২ সালে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে তোলা কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি)
২০২২ সালের পূর্বে আমি নিজের পরিচিত অনেক মানুষ পত্রিকার পাতায় কিংবা সামাজিক গণমাধ্যমে আলোড়ন তোলা কাঞ্চনজঙ্ঘা পর্বতের চুড়ার ছবি দেখে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় উপস্থিত হয়ে বারংবার ব্যর্থ হয়েছেন নিজেরা একই রকম ছবি তুলতে বা দেখতে। এই ব্যর্থ মানুষদের তালিকার একটা বড় অংশই ছিলও বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে যারা বছর জুড়ে টিউশনির টাকা জমিয়ে পুরো বিশ্ববিদ্যালয় জীবনে এক বার দুইবার এক কাপড়ে বের হয়ে পড়ে নিজেদের কষ্টার্জিত অর্থ, সময়, ও সময়ের অপচয় করে নিজেদের ইচ্ছে পূরণের জন্য। বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া এই বাউণ্ডুলে অনেক ছেলে-মেয়েগুোলোর স্বপ্ন পুড়ন হয় ২০২২ সালে। যে ছেলে-মেয়েরা গত কয়েক বছর ধরে প্রতিনিয়ত চেষ্টা করে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চুড়ার সৌন্দর্য দেখতে বারংবার ব্যর্থ হয়েছে সেই ছেলে-মেয়েগুলো কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়ার অসাধারণ সুন্দর ছবি তুলতে সক্ষম হয় ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাসে। আমার দেওয়া পূর্বাভাস তথ্য অনুসরণ করে। সবচেয়ে মজার অভিজ্ঞতা হয়েছিল ২০২২ সালে। বাংলাদেশ সময় রাত ১২ টার সময় আমার সাথে কথা বলে সাথে-সাথে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর ৬ টায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় পৌছায় একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকাল ৭ টার সময় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে কানাডায় ফোন করে আমাকে ধন্যবাদ জানায় আমার দেওয়া পূর্বাভাসের জন্য। এবারে আসল কথায় আসা যাক।
আপনারা যারা ২০২২ সালে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় গিয়ে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার সময় ও সুযোগ করে উঠতে পারেন নাই হাজারও কারণে সেই সকল মানুষদের জন্য এই অক্টোবর মাসে পর-পর দুই সপ্তাহে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পাওয়ার অনুকূল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় উপস্থিত হয়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত চূড়ার ব্লকবাস্টার ছবি তোলার জন্য মেঘ ও কুয়াশা মুক্ত আকাশের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে:
১) আগামী ১৯, ২০ ও ২১ অক্টোবর। এই ৩ দিনের মধ্যে আকাশ সবচেয়ে অনুকূল আবহাওয়া থাকার সম্ভাবনা ২০ (শুক্রবার) ও ২১ শে (শনিবার) অক্টোবর, ২০২৩।
২) আগামী ২৪, ২৫ ও ২৬ শে অক্টোবর। এই ৩ দিনের মধ্যে আকাশ সবচেয়ে অনুকূল আবহাওয়া থাকার সম্ভাবনা ২৪ ও ২৬ শে অক্টোবর। ২৫ শে অক্টোবরও কাঞ্চনজঙ্ঘা পর্বত চূড়া দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঐ দিন আকাশে সামান্য পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে।
অবশেষে রংপুর বিভাগের ছেলে হিসাবে আপনাদের আমন্ত্রণ জানিয়ে বলি,
চলেন বাহে কোনঠে সবাই 😜
পঞ্চগড় জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে যাই
নিচে কিছু ছবি যোগ করলাম যে ছবিগুলো তুলেছে আমার পরিচিত মানুষরা ২০২২ সালে।
ছবি কৃতজ্ঞতা: তুহিন ওয়াদুদ (২০২২ সালে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে তোলা কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি)
ছবি কৃতজ্ঞতা: মোস্তোফা সবুজ (২০২২ সালে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে তোলা কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি)
ছবি কৃতজ্ঞতা: ইমতিয়াজ আহমেদ (২০২২ সালে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে তোলা কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি)
বিশেষ দ্রষ্টব্য:
পঞ্চগড় জেলার হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ ভ্রমণ পিপাসু মানুষের কাছে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকবেন আশাকরি।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।