২০২৪ সালের প্রথম দিনে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থানে ঢাকা শহর
২০২৪ সালের প্রথম দিনেই পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থান অর্জন করেছে ঢাকা শহর। ২০২৪ বর্ষবরণ রাতের আতশবাজি বিশ্বের ২ নম্বর বায়ু দূষণের শহরে পরিনত করতে সাহায্য করেছে ঢাকা শহরকে। বায়ু দুষনের এই রেকর্ডের জন্য বর্ষবরণ রাতের অনিয়ন্ত্রিত আতশবাজির একটি বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্ব আকাশে বায়ুর নিম্নচাপ ও ভূ-পৃষ্ঠের কাছা-কাছি স্থানে বায়ুর উচ্চ-চাপ অবস্থা বিরাজ করতেছে গত ১ সপ্তাহ থেকে। কোন স্থানের আকাশে যখন বায়ুর চাপের এই অবস্থা বিরাজ করে সেই সময় ভূ-পৃষ্ঠের কাছা-কাছি স্থানে সৃষ্ট সকল বায়ুদূষণ ঐ স্থানেই জমা হয়ে থাকে বায়ু তাড়িত হয়ে তা অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে না। ফলে গতকাল নববর্ষের রাতে ঢাকা শহরের উপরে যে আতশবাজি হয়েছে তার কারণে সৃষ্ট সকল ধুয়া ও দুষিত পদার্থ ঢাকা শহরের উপরেই অবস্থান করতেছে। যার ফলাফল ২০২৪ সালের প্রথম দিনে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থান অর্জন করা।
আতশবাজির সময় যে বিষ্ফোরন হয় তা থেকে বাতাসে প্রধানত ২ প্রকারের পার্টিকুলেট ম্যাটার ছড়িয়ে পড়ে: ২ দশমিক ৫ মাইক্রোমিটার (পিএম ২.৫) ও বা তার চেয়ে কম ও পিএম ১০ মাইক্রোমিটারের চেয়ে কম ব্যাসার্ধের দুষিত পদার্থ।
বায়ুদূষণ পরিমাপের জন্য যে সূচক ব্যবহার করা হয় তা হলো, প্রতি ঘনমিটারে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ। এক ঘনমিটারের মধ্যে কত মাইক্রোগ্রাম পার্টিকুলেট ম্যাটার আছে। পার্টিকুলেট ম্যাটার হলো— বাতাসের মধ্যে ধূলিকণা, ময়লা, আবর্জনা, লতাপাতার ভগ্নাংশ, ফুলের রেণু ইত্যাদি। সাইজ অনুসারে পার্টিকুলেট ম্যাটারকে দুভাগে ভাগ করা হয়— ব্যাসার্ধ ২ দশমিক ৫ মাইক্রোমিটার (পিএম ২.৫) বা তার চেয়ে কম ও পিএম ১০ মাইক্রোমিটারের চেয়ে কম। ১ মাইক্রোমিটার হলো ১ মিটারের ১০ লক্ষ ভাগের এক ভাগ বা ১ মিলিমিটারের ১ হাজার ভাগের এক ভাগ। আজ দুপুর ২ টার সময় ঢাকা শহরে ২ দশমিক ৫ মাইক্রোমিটার (পিএম ২.৫) বা তার চেয়ে কম ব্যাসার্ধের পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ রেকর্ড করা হয়েছে প্রতি ঘনমিটারে ২৩৩।
পার্টিকুলেট ম্যাটার দেখতে কত ক্ষুদ্র তা নিচের চত্রে মানুষের চুলের সাথে তুলনা করলেই বোঝা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গ্রহণযোগ্য ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসার্ধের পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ এক ঘনমিটারের মধ্যে সর্বোচ্চ ১০ মাইক্রোগ্রাম ও ১০ মাইক্রোমিটার দৈর্ঘ্যের পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ প্রতি ঘনমিটারের সর্বোচ্চ ২০ মাইক্রোগ্রাম।
আমেরিকার স্বাধীনতার দিবসের রাতে যে আতশবাজি হয় তার কারণে আমেরিকায় পিএম ২ দশমিক ৫ এর মান ৩৫০ গুন পর্যন্ত বৃদ্ধিপায় ও তা ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত স্হায়ী হয়। What fireworks do to your air quality on July 4th? ২০১৫ সালে আমারিকার আবহাওয়া সংস্হা (National Oceanic and Atmospheric Administration (NOAA)) কর্তৃক পরিচালিত একটি গবেষনায় দেখা গেছে যে আমারিকার স্বাধীনতা দিবসের রাতে আতশবাজির কারণে আমেরিকায় ২ দশমিক ৫ মাইক্রোমিটার (পিএম ২.৫) বা তার চেয়ে কম ব্যাসার্ধের পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪২ গুন পর্যন্ত বৃদ্ধি পায়।
নিচের ছবিতে দেখা যাচ্ছে ২০০৯ ২০১৩ সালে নববর্ষ উৎযাপনের পরে জার্মানি বায়ু দুষনের তুলনামুলক চিত্র।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।