বন্যা পূর্বাভাস ও আপডেট (৪ ঠা জুলাই, ২০২৪): রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ ও সিলেট বিভাগে অবনতির আশংকা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত নদ-নদীর পানি প্রবাহের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার ময়মনসিংহ বিভাগের ব্রহ্মপুত্র ও রাজশাহী বিভাগের যমুনা নদীর পানি এবং সিলেট বিভাগের বেশিভাগ নদ-নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে কিংবা বন্যা বিপদসীমার খুবই কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
সিলেট বিভাগে বন্যা পূর্বাভাস:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে সিলেট বিভাগের বেশিভাগ নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিংবা বন্যা বিপদসীমার খুবই কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
আজ বৃহস্পতিবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার নদীগুলোর উজানের উপজেলাগুলোর বিভিন্ন পয়েন্টে পাহাড়ি ঢলের পানি কমা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে নদ-নীরগুলোর ভাটির পয়েন্টে পানি-সমতলের উচ্চতা বৃদ্ধির আশংকা করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উজানের নদ-নদীগুলো পাহাড়ি ঢলের পানি কমে আসলেও ভাটি এলাকার বন্যা কবলিত এলাকা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ফলে আগামীকাল শুক্রবার আবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার নদীগুলোর পানি সমতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বন্যা পূর্বাভাস ও আপডেট:
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত নদ-নদীর পানি প্রবাহের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদী, ময়মনসিংহ বিভাগের ব্রহ্মপুত্র নদ ও রাজশাহী বিভাগের যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিংবা বন্যা বিপদসীমার খুবই কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে আগামী ২৪ ঘন্টায় ভারতের অরুণাচল প্রদেশ, আসাম রাজ্য এবং পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। এই বৃষ্টিপাতের পুরোটাই রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার জেলার উপরে দিয়ে যমুনা নদিতে প্রবাহিত হবে।
আগামী ২৪ ঘন্টায় নতুন করে ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম রাজ্য ও পশ্চিম বঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে। ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর উপকূলবর্তী এলাকাগুলো চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
আগামী ২৪ ঘন্টার বৃষ্টিপাত পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘন্টার বৃষ্টিপাত পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। ফলে আশংকা করা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানির উচ্চতা আগামীকাল শুক্রবার আরও বৃদ্ধি পাবে ও বন্যা বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হবে।
ছবি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্র কৃর্তৃক প্রস্তুতকৃত বন্যা প্লাবিত এলাকার মানচিত্র। (জুলাই ৪, ২০২৪)
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।