২৫ শে ডিসেম্বর (সোমবার) সন্ধ্যার পর থেকে ২৬ শে ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস: মঙ্গলবার থেকে আবারও ঠাণ্ডা বড়াতে থাকবে
আজ সোমবার ২৫ শে ডিসেম্বর দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বিভাগের জেলেগুলো ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা ছিলও। আজ সোমবার বিকেল ৪ টার সময়কার ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন ২ কিলোমিটার উচ্চতায়। একই সাথে দেখা যাচ্ছে যে আজ বিকেলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বাতাসে অপেক্ষাকৃত গরম ও জলীয়বাষ্প যুক্ত বাতাসের উপস্থিতি। অধিকন্তু বঙ্গোপসাগর থেকে প্রবাহিত গরম ও জ্বলীয়বাষ্পযুক্ত বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপর দিয়ে ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোর দিকে প্রবাহিত হওয়া শুরু করেছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের সময়কার মেঘের চিত্রে দেখা যাচ্ছে যে আজ সোমবারও বাংলাদেশের উপরে কিছুটা বায়ুর ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ১২ টা বেজে ৪০ মিনিট সময়কার বিভিন্ন প্রকারের বায়ুর চিত্র
আবহাওয়া সম্পর্কীয় তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সোমবার সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে দেশের মধ্য ও দক্ষিণের বিভাগের জেলাগুলোর উপরে হালকা থাকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ রাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরে মাঝারি ঘনত্বের কুয়াশার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকার জেলাগুলোর উপরে আজও ভারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র দেখা যাচ্ছে যে আজ সোমবার সকাল ৬ টার সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশার উপস্থিতি ছিলও।
২৫ শে ডিসেম্বর (সোমবার) সন্ধ্যার পর থেকে ২৬ শে ডিসেম্বর সকাল ১০ টা পর্যন্ত কুয়াশা পূর্বাভাস
আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত কুয়াশার সম্ভবতার মানচিত্র (“ফগ স্টাবিলিটি ইনডেক্স”) অনুসারে আজ ২৫ শে ডিসেম্বর (সোমবার) সন্ধ্যার পর থেকে ২৬ শে ডিসেম্বর সকাল ১০ টা পর্যন্ত মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।
ছবি: কুয়াশার সম্ভবতার মানচিত্র, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যার নাম “ফগ স্টাবিলিটি ইনডেক্স” (যে স্থানে রং যত বেশি লাল সেই স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা তত বেশি)।
ফগ স্টাবিলিটি ইনডেক্স এর মান ৩১ এর কম হলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা; ৩১ থেকে ৫৫ এর মধ্য থাকলে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা ও ৫৫ এর বেশি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা খুবই কম নির্দেশ করে।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস
আজ সোমবার সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে। এছাড়া মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুর-দুয়ার, কুচবিহার জেলার উপরে।
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
আজ সোমবার ভোর ৬ টার সময় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ১২ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ভোর ৬ টার সময় ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী জেলায় ভোর ৬ টার সময় ১৩ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা আজ সোমবার অপেক্ষা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সোমবার বিকেল ৪ টার সময়কার দৃশ্যমান চিত্র যা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের উপরে মেঘের উপস্হিতি নির্নয় করতে ব্যবহার করা হয়ে থাকে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।