আজ রবিবার রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি হতে যাচ্ছে
আজ রবিবার দিবাগত রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি হতে যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার উপর দিয়ে রাত ৩ টার পর থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁ জেলার উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি রংপুর বিভাগের জেলাগুলোর উপর প্রবেশ করতে যাচ্ছে। এই বৃষ্টি রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগলপুর জেলার উপর আর একটি বজ্র-বৃষ্টির শুরু হয়েছে যা রাজশাহী বিভাগের জেলাগুলোর দিয়ে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টি ভোর ৪ টার পর থেকে জয়পুরহাট ও চাপাই নবাবগঞ্জ জেলার উপর দিয়ে বজ্র-সহ রজাহশী বিভাগের জেলাগুলোর উপর অতিক্রম করতে যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে যাওয়া এই বজ্র-বৃষ্টি ভোর ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে ও সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিক থেকে আগত এই বৃষ্টি ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। এই বৃষ্টি যদি অনেক বেশি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয় সেই ক্ষেত্রে ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করার সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে আর একটি পূর্বাভাস দিয়ে জানিয়ে দেওয়া হবে এই বৃষ্টি ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করবে কি না।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।