বৃহঃপতিবারের আবহাওয়া পূর্বাভাস: দুপুর ২ টার পর থেকে শুক্রবার সকাল ১০ টার মধ্যে মধ্যে ৭ টি বিভাগের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ ১ লা ফেব্রুয়ারি দুপুর ২ টার পর থেকে মধ্যরাতের মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:

খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করবে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টা।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করবে। সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টা।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের সকল জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর উপরে বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টা। পদ্মা নদীর পূর্ব পাশের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভব্য সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৩ টা।

রাজশাহী বিভাগ: পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টা।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ২ টা।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে ভোর ৫ টা।

চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাক্ষমণাড়িয়া জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভব্য সময় সন্ধ্যা টার পর থেকে রাত ১২ টা। চট্টগ্রাম, কক্সবাজার প পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে সকাল ৮ টা।

পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ বৃহঃপতিবার ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যা মুর্শিদাবাদ, ও চব্বিশ পরগনা জেলার দিকে অগ্রসর হচ্ছে। আজ মধ্য রাতের পরে আবারও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলী, পুরুলিয়া, মেদিনীপুর, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান জেলার উপরে।

ছবি: জাপানের আবহাওয়া বিষয়ক কৃত্রিম ভূ-উপগ্রহ হিমাওয়ারি এর ক্যামেরা দ্বারা সংগৃহীত মেঘের ছবি (বাংলাদেশ সময় বৃহঃপতিবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিট)।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহঃপতিবার আবারও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড রাজ্য ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু হয়ে সেই বৃষ্টি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে কোলকাতা শহরের উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার উপর বাংলাদেশের প্রবেশ করে দক্ষিণ-পূর্বদিকের জেলাগুলোর দিয়ে অগ্রসর হতে পারে। অর্থাৎ, আগামীকাল শুক্রবার দুপুর ১২ টার মধ্যে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা ইত্যাদি জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল শুক্রবার দুপুর ১২ টার মধ্যে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

ফেব্রুয়ারির ২ তারিখে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির ৩ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। 

দিনের সর্ব নিম্ন তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ আপডেট

আজ ১ লা ফেব্রুয়ারি, ২০২৪ পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার উপরে ১১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। 

আগামীকাল শুক্রবার সকালের আবহাওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে যে দেশের সকল বিভাগের সকাল ৬ টার সময় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াসের উপরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামীকাল শুক্রবার দেশের কোন জেলার উপরেই শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। 

বৃহঃপতিবার (১ লা ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শুক্রবার (২ রা ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত কুয়াশা পূর্বাভাস

আজ বৃহঃপতিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৯ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। 

ছবি: আগামীকাল শুক্রবার সকাল ৬ টার সময়কার কুয়াশার সম্ভাব্যতার মানচিত্র, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যার নাম “ফগ স্টাবিলিটি ইনডেক্স” (যে স্থানে রং যত বেশি লাল সেই স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা তত বেশি)। 

বিশেষ দ্রষ্টব্য: ফগ স্টাবিলিটি ইনডেক্স এর মান ৩১ এর কম হলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা; ৩১ থেকে ৫৫ এর মধ্য থাকলে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা ও ৫৫ এর বেশি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা খুবই কম নির্দেশ করে। 

 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী

 ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্‌কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।

২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না। 

About the Author

Mostofa Kamal Palash

Founder & Lead Meteorologist

Mostofa Kamal Palash is pursuing his Ph.D. in the School of Environment and Sustainability at the University of Saskatchewan, Saskatoon, Canada. Mostofa obtained his MSc from the department of Earth and Environmental Sciences at the University of Waterloo, Waterloo, Ontario, Canada. Mostofa’s MSc Thesis title was “A Comprehensive Sensitivity Analysis of the Weather Research and Forecasting (WRF) Modeling System over Southern Ontario, Canada”. Mostofa completed a Post Graduate Diploma in Earth System Physics from the Abdus Salam International Centre for Theoretical Physics (ICTP), Trieste, Italy. His diploma thesis title was "Climate Sensitivity of Land-Use Change over South Asia Using the RegCM3 Modeling System." Mostofa also obtained an MSc in Physics from Shahjalal University of Science and Technology (SUST), Bangladesh. His MSc thesis title was "Seasonal Variation of Sensible and Latent Heat Flux Tendency in Bangladesh." Lastly, Mostofa completed his Bachelor of Science in Physics from (SUST), Bangladesh.

View All Articles