বৃষ্টিপাত পূর্বাভাস: আজ ভোর ৪ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাংলাদেশ বিমানবাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পশ্চিমা লঘু চাপের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বান্কুরা, বর্ধমান, ও বীরভূম জেলার উপরে বৃষ্টি-যুক্ত মেঘের সৃষ্টি হয়ে তা দক্ষিণ-পূর্ব দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব দিকে জেলা ও বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।
আশংকা করা যাচ্ছে যে আজ ভোর ৪ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের হতে পারে। নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিমাণে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে:
খুলনা বিভাগ: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, খুলনা, মাগুরা, নড়াইল
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর
বরিশাল বিভাগ: সকল জেলা
বিশেষ দ্রষ্টব্য: আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য।
বৃষ্টি উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ। খুলনা বিভাগের দিক থেকে চট্টগ্রাম বিভাগের দিকে। ফলে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে শুরুতে (ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে), ও সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ও সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।
আজকের এই বৃষ্টিপাত মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে। ফলে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য।
যে পশ্চিমা লঘু চাপের ফলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা অনেক বেশি দক্ষিণে বঙ্গোপসাগরের উপর দিয়ে অতিক্রম করতেছে ফলে বাংলাদেশের উত্তরের বিভাগগুলোর (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ (হিমাওয়ারি) থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর-পশ্চিম দিকের রাজ্যগুলোর দিক থেকে মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই মেঘের সৃষ্টি হয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ (হিমাওয়ারি) থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর-পশ্চিম দিকের রাজ্যগুলোর দিক থেকে মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই মেঘের সৃষ্টি হয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ (হিমাওয়ারি) থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর-পশ্চিম দিকের রাজ্যগুলোর দিক থেকে মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই মেঘের সৃষ্টি হয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।