বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে আগামী ১০ ও ১১ ই নভেম্বর বৃষ্টিপাতের আশংকা
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার ও থাইল্যান্ড এর উপকূলে একটি লঘু চাপ সৃষ্টির আশংকা নির্দেশ করতেছে আগামী ৮ ও ৯ ই নভেম্বরের মধ্যে। আপাত ভাবে সম্ভব্য এই লঘুচাপটি শক্তিশালি হয়ে নিম্নচাপ কিংবা ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লঘুচাপ অবস্থা থেকেই সমুদ্রের উপরেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
সম্ভব্য এই লঘু চাপটির প্রভাবে আগামী ৯ ই নভেম্বর শনিবার বিকেলের পর থেকে ১১ ই নভেম্বর সোমবার সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
তবে চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপরে ভারি বৃষ্টির আশংকা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।
সেন্টমার্টীন দ্বীপে ভ্রমন সতর্কতা
আগামী ১০ ও ১১ ই নভেম্বর সেন্টমার্টীন দ্বীপে আশপাশের সমুদ্র উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে ৯ থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত সেন্টমার্টীন দ্বীপ ভ্রমণের পরিকল্পনা সতর্কতার সাথে করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।