৩১ শে ডিসেম্বর ও ১ লা জানুয়ারির আবহাওয়া পূর্বাভাস: ২০২৪ সালের প্রথম দিন ৬৪ টি জেলাই কুয়াশার চাদরে ঢাকা থাকার সম্ভাবনা
রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ৬৪ টি জেলাই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে।
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে দিয়ে ঘন কুয়াশা বাংলাদেশের প্রবেশ করা শুরু করে ও আজ রবিবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিট এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের সকল জেলা ও কুমিল্লা বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লার জেলার একাধিক উপজেলা পর বিস্তার লাভ করেছে। দিনের সময় বাড়ার সাথে-সাথে খুলনা, ঢাকা, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পরে খুলনা, ঢাকা, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। তবে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে।
আজ রবিবার সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম নিম্নলিখিত জেলাগুলোর উপরে
বিশেষ করে পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগন্জ, বাগুড়া, জামালপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও জয়পুরহাট জেলায় আজ রবিবার সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখা গেলেও ১ থেকে ৩ ঘন্টার বেশি দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
আজ রবিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আবারও ঘন কুয়াশা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়া শুরু করবে ও রাত ১২ টার মধ্যে দেশের ৬৪ টি জেলার আকাশ কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ও আগামীকাল দুপুর ১২ টা পর্যন্ত পুরো দেশের বেশিভাগ জেলায় সূর্যের আলো দেখার সম্ভাবনা খুবই কম। আজ রবিবার দিবাগত রাতে (পুরো রাত) ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সকল জেলা ও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরে।
আগামীকাল সোমবার ঢাকা শহর কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টা পর্যন্ত। তবে সম্ভাবনা খুবই বেশি যে সারাদিনই সূর্যের আলো দেখতে না পাওয়ার।
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
আজ রবিবার ভোর ৬ টার সময় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ১৩ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ভোর ৬ টার সময় ১৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী জেলায় ভোর ৬ টার সময় ১৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকা বিমানবন্দরে ভোর ৬ টার সময় ১৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে কুয়াশার বিস্তার দেখা যাচ্ছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রবিবার সকাল ১১ টা বেজে ২০ মিনিট সময়কার দৃশ্যমান চিত্র চিত্র যা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের উপরে নিম্নস্তরের মেঘ (কুয়াশা) এর উপস্থিতি নির্দেশ করতেছে।
ছবি: আগামীকাল সোমবার সকাল ৬ টার সময়কার কুয়াশার সম্ভাব্যতার মানচিত্র, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যার নাম “ফগ স্টাবিলিটি ইনডেক্স” (যে স্থানে রং যত বেশি লাল সেই স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা তত বেশি)।
বিশেষ দ্রষ্টব্য: ফগ স্টাবিলিটি ইনডেক্স এর মান ৩১ এর কম হলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা; ৩১ থেকে ৫৫ এর মধ্য থাকলে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা ও ৫৫ এর বেশি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা খুবই কম নির্দেশ করে।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস
আজ রবিবারও সকালেও ভারতের উত্তর ও উত্তর পশ্চিমের সকল রাজ্য মাঝারি থেকে ভারি কুয়াশার চাদরে ঢাকা ছিলও।আজ রবিবার সকাল ৭ টার সময় পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলা মাঝারি থেকে ভারি কুয়াশার চাদরে ঢাকা ছিলও। বিশেষ করে উত্তরের সকল জেলা (দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া) ভারি কুয়াশার চাদরে ঢাকা ছিলও।
আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার দুপুর ১২ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে আবারও মাঝারি থেকে ভারি কুয়াশার চাদরে ঢাকা পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভাবনা খুবই বেশি যে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে কোন জেলার উপরেই সূর্যের আলো দেখতে না পাওয়ার।
গত ২৫ শে ডিসেম্বর থেকে ভারতের উত্তর ও উত্তর পশ্চিমের সকল রাজ্য ভারি কুয়াশার কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিভিন্ন রাজ্যে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দিল্লী বিমান বন্দরে শত-শত ফ্লাইট বাতিল হয়েছে।
তবে আজ রবিবার ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে যে উত্তর ও উত্তর পশ্চিমের ভারতীয় রাজ্যগুলোর উপরে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এসেছে। তবে কুয়াশার পরিমাণ পুরোপুরি কমে যেতে আরও ২ থেকে ৫ দিন পর্যন্ত লেগে যেতে পারে।
ভারত, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বিভিন্ন সেন্সর দ্বারা সংগৃহীত কুয়াশার চিত্র ৩১ শে ডিসেম্বর, ২০২৩।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।