শনিবারের (সেপ্টেম্বর ২৮, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বন্যার আশংকা করা যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ৯ টার সময় ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম রাজ্যে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ঘন মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আজ শনিবার সকাল ৯ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৯ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ শনিবার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।
ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৯ টা)।
রংপুর বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টার সময়) রংপুর বিভাগের উত্তর দিকে কোন-কোন জেলার উপরেও বৃষ্টি হচ্ছিল। সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টি আগামীকাল রবিবার অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টার সময়) সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে আবারো ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা) উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগন্জ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্টগ্রাম বিভাগ: আজ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ও নোয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য দুপুর ১ টার পর থেকে বিকে ৬ টার মধ্যে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস
পশ্চিমবঙ্গ রাজ্য: আজ এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টা বেজে ৩০ মিনিট) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একাধিক জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিবাহার, আলিপুরদুয়ার জেলার উপরে। দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম ও উত্তর চব্বিশ-পরগনা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ত্রিপুরা রাজ্য: আজ শনিবার ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
আসাম রাজ্য: আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার) উপরে হালকা মানের বৃষ্টি অতিক্রম করার অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বন্যার আশংকা করা যাচ্ছে।
আজ শনিবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে একাধিকবার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। চলমান বৃষ্টি আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। নীলফামারী জেলার ডালিয়া উপজেলায় অবস্থিত তিস্তা-নদীর ডালিয়া বাধ এলাকায় পানির উচ্চতার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আশংকা করা যাচ্ছে আজ শনিবার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত করা শুরু করবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলার নদ-নদীগুলোর পানি বন্যা বিপদসীমার উপরে দিয়ে অতিক্রম কার প্রবল আশংকা করা যাচ্ছে।
ফারাক্কা বাঁধের দরজা খুলা দেওয়ার আশংকা করা যাচ্ছে
গত ৪ দিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে একনাগাড়ে। ইতিমধ্যে ফারাক্কা বাঁধের উজানে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যা শুরু হয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ৩ দিন ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ও বিহার রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ফলে আশংকা করা যাচ্ছে যে ফরাক্কা বাঁধ কর্তৃপক্ষ বাঁধের গেটগুলো খুলে দিতে পারে আগামীকাল শনিবার কিংবা রবিবার থেকে।
রংপুর বিভাগের পুকুরের মাছ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
আগামী ৩ দিন রংপুর বিভাগের কৃষকদের জমিতে সার ও কীটনাশক না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
ছবি: আগামী সোমবার রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে)
ছবি: আগামী সোমবার রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে)
সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া নিরাপদ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জন্য নিরাপদ আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত আবারও দেশ-ব্যাপী মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সমুদ্র কিছুটা উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।