দেশব্যাপী মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ১২, ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর।
আগামী ১২ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। এই নিম্নচপাটি গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো অনুসারে গভীর নিম্নচপাটির কেন্দ্রের অবস্থান থাকতে পারে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপকূলের উপরে ১২ ই সেপ্টেম্বর দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। ১৩ ই সেপ্টেম্বর গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ কিংবা লঘুচালের পরিণত হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। ১৪ ই সেপ্টেম্বর লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে অবস্থান করার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
—–>১২, ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর পুরো দেশের মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
—–> ভারি বৃষ্টিপাতের আশংকা ১২ ই সেপ্টেম্বর দুপুর থেকে ১৩ ই সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।
——> চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
——> ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় পাহাড়ি ঢলের আশংকা করা যাচ্ছে।
——> চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধ্বসের প্রবল ঝুঁকি থাকবে।
আগামী ১২ ই সেপ্টেম্বর সকাল ৬ টার পর থেকে ১৪ ই সেপ্টেম্বর রাত ১২ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে):
চট্টগ্রাম বিভাগ: ২০০ থেকে ৪০০ মিলিমিটার
বরিশাল বিভাগ: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার
সিলেট বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার
ঢাকা বিভাগ: ১০০ থেকে ১৫০ মিলিমিটার
খুলনা বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার
ময়মনসিংহ বিভাগ: ৫০ থেকে ১৫০ মিলিমিটার
রাজশাহী বিভাগ: ৫০ থেকে ১০০ মিলিমিটার
রংপুর বিভাগ: ৫০ থেকে ১০০ মিলিমিটার
আগামী ১২ ই সেপ্টেম্বর সকাল ৬ টার পর থেকে ১৪ ই সেপ্টেম্বর রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য সর্বোচ্চ মোট (৩ দিনে) বৃষ্টিপাতের পরিমাণ (ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে):
খুবই ভারি বৃষ্টিপাতের (৩০০ থেকে ৪০০ মিলিমিটার) সম্ভাবনা যুক্ত জেলাসমূহ : ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার উপরে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারি বৃষ্টিপাতের (২০০ থেকে ৩০০ মিলিমিটার) সম্ভাবনা যুক্ত জেলাসমূহ : কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবন জেলা
মাঝারি মানের ভারি বৃষ্টিপাতের (১০০ থেকে ২০০ মিলিমিটার) সম্ভাবনা যুক্ত জেলাসমূহ: বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের সকল জেলা সমূহ।
হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের (৫০ থেকে ১০০ মিলিমিটার) সম্ভাবনা যুক্ত জেলাসমূহ: রংপুর, রাজশাহী, ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ।
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ১২, ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ১২ ই সেপ্টেম্বর দুপুর থেকে ১৩ ই সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।