শুক্রবার (১৬ ই জুন, ২০২৩) দুপুর ২ টা থেকে রাত ১২ টার পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী স্থানে খুব ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র (দুপুর ১ টায় ২০ মিনিটের সময় প্রাপ্ত)
আজ শুক্রবার দুপুর ২ পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি:
—-> সিলেট বিভাগের সকল জেলা (খুবই ভারি বৃষ্টি: সুনামগঞ্জ ও সিলেট জেলায়) (সম্ভব্য সময়: বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা ও রাত ১০ টা থেকে রাত ১২)
—-> ময়মনসিংহ বিভাগের সকল জেলা (বেশি সম্ভাবনা: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ) (সম্ভব্য সময়: বিকেল ৪ টা থেকে রাত ১০ টা)
—–> রংপুর বিভাগ: বেশি সম্ভাবনা: রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা (সম্ভব্য সময়: বিকেল ৫ টা থেকে রাত ১২ টা)
—-> রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম
—-> ঢাকা বিভাগের: কিশোরগঞ্জ (সম্ভব্য সময়: বিকেল ৫ টা থেকে রাত ১০ টা)
—-> চট্টগ্রাম বিভাগের: কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন (সম্ভব্য সময়: বিকেল ৫ টা থেকে রাত ১২ টা)
সিলেট বিভাগের জেলাগুলোতে নিয়মিত বৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে
বুধবার (১৪ ই জুন) সকাল ৬ টা থেকে শুরু করে ১৫ ই জুন সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহঃপতিবারবার (১৫ ই জুন) সকাল ৬ টা থেকে শুরু করে ১৬ ই জুন সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে নেত্রকোনা জেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ছবি: আমেরিকার মহাকাশ গবেষনা সংস্হা কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পরিমাপ করা ২৪ ঘন্টার (১৪ ই জুন রাত ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ১৫ জুন ৮ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত) মোট বৃষ্টিপাতের পরিমান।
জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানেও ভারি বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো (আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ও ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম)। উপরে উল্লেখিত পূর্বাভাস অনুসারে নিয়মিত ভাবে বৃষ্টি হতে থাকলে সপ্তাহ শেষে সিলেট বিভাগের জেলাগুলোতে বন্যা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল (ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম) অনুসারে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমান।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।