ঈদের পূর্বের দিনের (জুন ২৮), ঈদের দিনের (২৯ শে জুন) ও শুভ বিবাহের দিনের (৩০ শে জুন) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
ঈদের পূর্বের দিনের (জুন ২৮) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
আজ বুধবার জুন ২৮, ২০২৩ সকাল থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে খুলনা ও ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে। হালকা বৃষ্টি হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু-কিছু জেলার উপর। ঢাকা ও খুলনা বিভাগের উপর চলমান ভারি বৃষ্টি আজ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা ও খুলনা বিভাগের উপর চলমান ভারি বৃষ্টি আজ দুপুর ২ টার পর থেকে মধ্য রাত্রির মধ্যে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলোর উপর বিস্তার লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর চলমান হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভারি বৃষ্টিপাতের রূপ ধারণ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ঈদের দিনের (জুন ২৯) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
আজ মধ্য রাতের পর থেকে ঈদের দিন সকাল ৬ টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছ। ঈদের দিন বিকেল ৬ টার পরে ঢাকা, ময়মনসিংহ আকাশ মেঘমুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ঈদের দিন পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ক্সকবাজার জেলার আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ঈদের দিন পুরো দেশের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়া (প্রায় স্বাধীন বৃষ্টি) বিরাজ করার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। ঈদের দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে স্বাধীন মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুভ বিবাহের দিনের (৩০ শে জুন) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
ঈদের পরের দিনটিকে আমি শুভ বিবাহের দিন হিসাবে নামকরণ করতে চাই। বাংলাদেশে প্রতিবছর দুই ঈদের পরের দিন যতগুলো শুভ বিবাহ সম্পন্ন হয়ে সেই পরিমাণ বিয়ে (প্রতি লক্ষ মানুষে) পৃথিবীর আর কোন দেশে হয় না বলে আমি বাজি ধরতে পারি। গত ২ সপ্তাহ ধরে যতগুলো ব্যক্তিগত অনুরোধ পেয়েছি ঈদের পরের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে সেই পরিমাণ ব্যক্তিগত অনুরোধ বছরে অন্য কোন সময়ে পাই না। আমার নিজের পরিবারেও একটি বিয়ে রয়েছে।
যাই হউক, এবারে বহুল প্রতীক্ষিত শুভ বিবাহের দিন বা ঈদের পরের দিনের আবহাওয়ার পূর্বাভাসে আসি। আপনারা যারা ঈদের পরের দিনে শুভ কাজটির জন্য নির্ধারণ করে রেখেছেন তার জন্য আবহাওয়ার দিক থেকে সু-সংবাদ আছে। ঈদের পরের দিন ভোর থেকে দুপুর এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে বজ্র সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে পুরো দেশের আকাশ মেঘ মুক্ত ও রৌদ্রোজ্জ্বল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু ঈদের পরের দিনটি শুক্রবার ও বেশিভাগ বিয়ের বর যাত্রা শুরু হবে জুমার নামাজের পরে থেকে সন্ধ্যার মধ্যে তাই শুভ বিবাহের অনুষ্ঠান গুলো ছেলে বা মে পক্ষের উভয় দিকের মানুষের বৃষ্টি-মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের পত্র ও পত্রীদের জন্য সু-সংবাদ যে ঐ দিন সকাল থেকেই আকাশ মেঘ মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এই ৩ বিভাগের জেলাগুলোর উপরে।
ঈদের পরের দিন বা শুভ বিবাহের দিনে দুপুর ১ টার পর থেকে ৯ টার পর থেকে মধ্য রাত পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা ও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:
আজ দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা শহরের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা শহরের আশ-পাশের জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একই সময়ের মধ্যে। ঈদের দিনেও ঢাকা শহরের উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ২৮ শে জুন বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
১) খুলনা বিভাগ (সম্ভাবনা বেশি): আজ বুধবার প্রায় স্বাধীন খুলনা বিভাগের সকল জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২) ঢাকা বিভাগ (সম্ভাবনা মধ্যম): আজ বুধবার ঢাকা বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মানিক-গজ, মুন্সিগন্জ, গাজীপুর, নরায়নগন্জ জেলার উপরে।
৪) রাজশাহী বিভাগে বৃষ্টিপাত সম্ভাবনাময় জেলা সমূহ: রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দুপুর ৩ টার পর থেকে মধ্য রাত্রি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর।
৭) রংপুর বিভাগ: আজ দুপুর ২ টার পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের পরিমাণ বাড়া শুরু করবে ও মধ্যরাত পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হবে যা সন্ধ্যা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।
৫) সিলেট বিভাগ: আজ সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার উপর (বিশেষ করে মেঘালয় পর্বতের কাছের উপজেলাগুলোর উপরে) মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর বৃষ্টি হতে পারে তবে পরিমাণ খুবই কম হওয়ার সম্ভাবনা বেশি।
৩) বরিশাল বিভাগে: আজ বরিশাল বিভাগের প্রায় সকল জেলার উপর সারাদিনই বৃষ্টিপাত অবস্থা জারি থাকার প্রবল সম্ভাব্য দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোলা, বরগুনা, পিরোজপুর জেলার উপরে। এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর উপর আজ সন্ধ্যা পর্যন্ত থেমে-থেমে একাধিকার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
৬) চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলার উপর দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ও চট্টগ্রাম জেলার উপর।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:
আজ ২৮ শে জুন ও আগামী ২৯ ও ৩০ শে জুন পশ্চিমবঙ্গের সকল জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়ছে। এই সময়ে পশ্চিমবঙ্গের আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা বেশি। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, বানকুরা, আসানসোল, মাদনিপুর ইত্যাদি জেলার উপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আঝ বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, পুর্নিয়া, দার্জিলিং, শিলিগুড়ি ও কুচবিহার জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।