শনিবার রাত ১ টার পর থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস (সংশোধিত)
আজ শনিবার বিকেল ৫ টার সময় প্রকাশিত শনিবার দিবাগত রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাসে উল্লেখযোগ্য পরিবর্ত এসেছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছিল তা খুবই ধীর গতিতে অগ্রসর হওয়ার কারণে দীর্ঘ সময় পশ্চিমবঙ্গের আকাশে অবস্থান করে পশ্চিমবঙ্গের উপর তীব্র বজ্রপাত ও বৃষ্টিপাত ঘটিয়ে শক্তি হারিয়ে ফেলে ও বাংলাদেশ সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয়। ফলে আজ রাত ১২ টার পরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বিভাগের উপরে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তবে আজ রাত ১ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গেছে।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রাত ১ টার সময়কার মেঘের শীর্ষের তাপমাত্রার মানচিত্র। ছবিতে বিভিন্ন রং মেঘের শীর্ষের তাপমাত্রা নির্দেশ করতেছে। যে স্থানের উপরে মেঘের শীর্ষের তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানের মেঘের উচ্চতা তত বেশি ও ঐ স্থানের মেঘের মধ্যে তত বেশি পরিমাণে বৃষ্টির কণার উপস্থিতি রয়েছে যা থেকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে। লাল তীর চিহ্ন দিয়ে মেঘের গতি পথ নির্দেশ করা হয়েছে।
আজ শনিবার রাত ১ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে বিভিন্ন বিভাগের উপর কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের সংশোধিত সম্ভাবনা নিম্নরূপ:
১) রংপুর বিভাগ: রাত ১ টার পর সকাল ৮ টার মধ্যে, ৫০ থেকে ৭০%
২) ময়মনিসংহ বিভাগ: রাত ৩ টার পর সকাল ৯ টার মধ্যে, ৫০ থেকে ৬০%
৩) সিলেট বিভাগ: ভোর ৪ টার পর সকাল ৯ টার মধ্যে, ৫০ থেকে ৬০%
৪) রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট জেলা; ভোর ৪ টার পর সকাল ৯ টার মধ্যে, ৪০ থেকে ৫০%
৫) ঢাকা বিভাগ: পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলো; ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টা; ৩০ থেকে ৪০% সম্ভাবনা
৬) খুলনা বিভাগ: উপকূলীয় এলাকার কোন-কোন উপজেলা; রাত ২ টার পর সকাল ৯ টার মধ্যে, ৫০ থেকে ৬০%
৭) বরিশাল বিভাগ: উপকূলীয় এলাকার কোন-কোন উপজেলা; রাত ২ টার পর সকাল ৯ টার মধ্যে, ৪০ থেকে ৫০%
৮) চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, উত্তর চট্টগ্রাম; রাত ২ টার পর সকাল ৯ টার মধ্যে, ৩০ থেকে ৪০%
ছবি: রাত ১ টার সময়কার বজ্রপাত মানচিত্র।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।