সিলেট বিভাগের জন্য জীবনরক্ষাকারী জরুরী বন্যা পূর্বাভাস:(সোমবার, জুন ১৭, ২০২৪)
আগামীকাল রাতের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে নতুন করে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আজ প্রায় সারাদিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে প্রায় সারাদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আজ সন্ধ্যার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশিভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ইতিমধ্যে সিলেট শহর ও সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার যে ছবি আমি দেখতেছি (সিলেট ও সুনামগন্জ থেকে অনেকেই ছবি পাঠাচ্ছে) তাতে করে খুব খারাপ কিছুর আশংকা করছি।
সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে গতকাল সন্ধার পর তার চেয়ে কয়েকগুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে মেঘালয় পর্বতের উপরে। ফলে আজ দিনের প্রতিটি ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সিলেট বিভাগের প্রশাসনের জন্য। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলা প্রশাসনের জন্য। পানি বন্দী মানুষকে উদ্ধার করার জন্য দ্রুত প্রস্তুতি নেও শুরু করা উচিত বলে মনে করছি আজ দুপুরের মধ্যে।
২০২২ সালে সুনামগঞ্জ জেলার যে এলাকার মানুষগুলো বন্যার পানিতে ভেসে গিয়েছিল রাতের অন্ধকারে, সেই সকল এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় গ্রহণ করার নির্দেশনা জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আজ রাতে একই রকম ঘটনার পুনরাবৃত্তি না হউক তাই দ্রুত ব্যবস্হা গ্রহণ করার জন্য সুনামগঞ্জ ও সিলেট জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সেনা, নৌ ও বিমানবাহিনীর জরুরী সাহায্য প্রয়োজন হতে পারে আগামীকাল থেকে। কারণ চলমান ভারি বৃষ্টি কমপক্ষে আরও ৩ দিন অব্যাহত থাকার প্রবল আশংকা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
২০২৪ সালের জুন মাসে সিলেট জেলায় বৃষ্টিপাতের সর্ব-কালের রেকর্ড ভঙ্গ করার আশংকা করা যাচ্ছে। সিলেট জেলায় জুন মাসে গড়ে বৃষ্টিপাত হয় ৮৪১ মিলিমিটার। ২০২৪ সালের প্রথম ১৫ দিনের সিলেট জেলায় বৃষ্টিপাত হয়েছে ১১৬১ মিলিমিটার। ইতিমধ্যেই ৩৮ % বেশি বৃষ্টিপাত হয়েছে; এখনও জুন মাসের ১৫ দিন অবশিষ্ট রয়েছে। আশংকা করা যাচ্ছে গত ২৪ ঘন্টায় আরও ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেট জেলার উপরে। সিলেট জেলার জাফলং নামক স্হানে ১৪ ও ১৫ ই জনু, ২ দিনে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: চলমান ভারি বৃষ্টি আগামী ৫ দিন অব্যহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ২৬ শে জুন পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।
ভারতীয় আবহাওয়া অধিদপ্ত পূর্বাভাস জারি করেছে যে আগামী ৫ দিনে মেঘালয় রাজ্যের খাসি পর্বত এলাকার উপরে রেকর্ড পরিমানে ভারি বৃষ্টির আশংকার কথা। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ৫ দিনে মেঘালয় রাজ্যের উপরে ১০০০ থেকে ২০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকার কথা। ফলে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বড় মানের বন্যা শুরু আশংকা করা যাচ্ছে আজ সোমবার থেকেই।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।