বুধবারের (মে ০১, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আজ থেকে চলমান তাপ-প্রবাহের তীব্রতা কমার সম্ভাবনা
দেশব্যাপী চলমান প্রাণঘাতী তাপ-প্রবাহ আপডেট
আজ বুধবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি ঘনত্বের মেঘের উপস্থিতি রয়েছে।
আজ বুধবার দেশের ৬ টি বিভাগের (সিলেট ও ছাড়া অন্যান্যগুলো) উপরে তাপপ্রবাহ তাপমাত্রা থাকার আশংকা করা যাচ্ছে। দেশব্যাপী চলমান এই তাপ-প্রবাহ আজ ১ লা মে থেকে কমা শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে এখানে উল্লেখ্য যে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে তাপপ্রবাহ অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ ১ লা মে দেশের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৩০ শে এপ্রিল অপেক্ষা কম রেকর্ড হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বুধবার থেকে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলো হতে তাপপ্রবাহ কমা শুরু করবে ও মে মাসের ৪ তারিখ দেশের কোন বিভাগের উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াসের বেশি না থাকার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার, ১ লা মে, ২০২৪ তারিখে দেশের বিভিন্ন জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিম্নরূপ উঠার প্রবল আশংকা করা যাচ্ছে:
১) অতি তীব্র তাপপ্রবাহ: ৪২ থেকে ৪৩ ডিগ্রী সেলসিয়াস: যশোর, চুয়াডাঙ্গা জেলা।
২) তীব্র তাপপ্রবাহ: ৪০ থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস: রাজশাহী বিভাগের অবশিষ্ট সকল জেলা ও খুলনা বিভাগের অবশিষ্ট সকল জেলা (১ নম্বর লিস্টে উল্লেখিত জেলাগুলো ছাড়া)।
৩) মধ্যম তাপপ্রবাহ: ৩৮ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস: ঢাকা শহর সহ ঢাকা শহরের পশ্চিম পাশে অবস্থিত সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা
৪) মৃদু তাপপ্রবাহ: ৩৬ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস: রংপুর বিভাগের সকল জেলাগুলো, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও ময়মনসিংহ জেলা, ঢাকা বিভাগের উত্তর দিকের সকল জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী।
৫) ৩০ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস: সিলেট বিভাগের জেলাগুলো
ছবি: আজ বুধবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্র।
আজ বুধবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:
সিলেট বিভাগ: আজ বুধবার সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাত ৯ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা, ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ও ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ বুধবার সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
ঢাকা বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের উল্লেখযোগ্য কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রাজশাহী বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
খুলনা বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বরিশাল বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রংপুর বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের উল্লেখযোগ্য কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
পশ্চিমবঙ্গের উপরে প্রাণঘাতী তাপ-প্রবাহ আপডেট
পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিণাঞ্চলের সকল জেলার উপর তীব্র তাপপ্রবাহ (৪২ ডিগ্রী সেলসিয়াস ও তার বেশি) বিরাজ করার আশংকা করা যাচ্ছে আজ বুধবার। পশ্চিমবঙ্গের অনেক জেলায় আজ তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রী সেলসিয়াস উঠার সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের উল্লেখযোগ্য কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আগামী ১০ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (মে মাসের ১১ তারিখ পর্যন্ত)
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (মে মাসের ১১ তারিখ পর্যন্ত)
——> সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে ভারি বৃষ্টির আশংকা ছিলও সেই ভারি বৃষ্টির স্থান কিছুটা দক্ষিণ-পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের উপরে সরে গেছে আজ ১ লা মে এর সর্বশেষ পূর্বাভাস অনুসারে। ফলে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার হাওর এলাকা বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশংকা কিছুটা কমে এসেছে। বন্যার কোন আশংকা দেখা গেলে জানিয়ে দেওয়া হবে।
—-> মে মাসের ১ তারিখ থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলা, মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকা (যে স্থানে চেরাপুঞ্জি অবস্থিত) ও আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপরে প্রায় প্রত্যেকদিন রাতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
—–> মে মাসের ১ তারিখ থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
—–> উপরে উল্লেখিত স্থানগুলোর উপর পতিত সকল বৃষ্টিপাত সুরমা, কুশিয়ারা, ও মনু নদীর উপর দিয়ে প্রবাহিত হবে। ফলে আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের নদ-নদীগুলোর পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে সেই সাথে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার হাওর এলাকা বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষার জন্য বিভিন্ন গরুত্বপূর্ন তথ্য নিম্নে সংযুক্ত করা হলও।
===================================================
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।